চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি

অন্য অ্যাপ ব্যবহারের সময়ও চ্যাটজিপিটিতে ভয়েস কমান্ড দেওয়া যাবে

স্মার্টফোনে অন্য অ্যাপ ব্যবহারের সময়ও চ্যাটজিপিটিতে ভয়েস কমান্ড দিয়ে প্রয়োজনীয় কাজ করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধার নাম দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড কনভারসেশন। এ জন্য অবশ্য আগে থেকেই চ্যাটজিপিটি অ্যাপ চালু থাকতে হবে বলে জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

ওপেনএআই জানিয়েছে, স্মার্টফোনে যেসব ব্যবহারকারী একই সঙ্গে একাধিক কাজ করেন এবং ব্যস্ততার কারণে চ্যাটজিপিটিতে প্রম্পট লিখতে সমস্যা হয়, তাঁদের জন্য নতুন এ সুবিধা সহায়ক হবে। ভয়েস কমান্ড দেওয়ার পর সাধারণ নিয়ম অনুসারেই প্রম্পটের লিখিত উত্তর দিতে পারে চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটির অ্যাপে এ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না। যাঁরা সুবিধাটি চালু করতে চান, তাঁদের আগে চ্যাটজিপিটি অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর প্যানেলের ওপর দুটি লাইন বাটনে ট্যাপ করতে হবে। এরপর একেবারে নিচে থাকা প্রোফাইল নামের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ভয়েসের নিচে থাকা ব্যাকগ্রাউন্ড কনভারসেশনের পাশে থাকা টগল চালু করতে হবে। স্মার্টফোনে স্ক্রিন বন্ধ থাকলেও সুবিধাটি ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা কাজে লাগিয়ে লিখিত প্রম্পটের বদলে মুখের কথায় চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন কাজ করা যায়। ভয়েস চ্যাট বা কমান্ড নামের এ সুবিধা চালু থাকলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর লিখে দেওয়ার পাশাপাশি সেগুলো পড়েও শোনায় চ্যাটজিপিটি। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, বাংলাসহ বিভিন্ন ভাষা সমর্থন করায় সহজেই এ সুবিধা ব্যবহার করা যায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস