টেবিল টেনিস খেলতে সক্ষম রোবট তৈরি করেছেন গুগলের ডিপমাইন্ড প্রকল্পের প্রকৌশলীরা। আপাতত পেশাদার খেলোয়াড়দের মতো পারদর্শী না হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে বেশ ভালোভাবেই টেবিল টেনিস খেলতে পারে রোবটটি। এ বিষয়ে এক গবেষণাপত্রও প্রকাশ করেছেন ডিপমাইন্ড প্রকল্পের প্রকৌশলীরা।
গবেষণাপত্রে বলা হয়েছে, এআই-নিয়ন্ত্রিত রোবটটি মানুষের মতোই অন্যদের সঙ্গে টেবিল টেনিস খেলতে পারে। আর তাই রোবটটির কাছে প্রায় ৫৫ শতাংশ খেলোয়াড়ই পরাজিত হয়। তবে বল একটু ওপরে গেলে রোবটটি ঠিকমতো খেলতে পারে না। ফলে যাঁরা ভালো টেবিল টেনিস খেলেন, তাঁদের কাছে পরাজিত হয় রোবটটি।
কয়েক বছর ধরেই গুগলের প্রকৌশলীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চলা রোবট তৈরির চেষ্টা করছেন। গুগল ডিপমাইন্ড খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, রোবোটিক টেবিল টেনিস নিয়ে আশির দশক থেকে গবেষণা চলছে। নতুন এই রোবট নিম্ন স্তরের দক্ষতা যেমন বল ফেরাতে বেশ দক্ষ।
সূত্র: টেক এক্সপ্লোর