বড় পরিসরে বাণিজ্যিক প্রচারণা চালানোর সুযোগ দিতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘রোবোকেট’ সফটওয়্যার উন্মুক্ত করেছে বাংলাদেশি প্রযুক্তিপ্রতিষ্ঠান এডিএন ডিজিনেট। সফটওয়্যারটি কাজে লাগিয়ে সহজেই যেকোনো প্রতিষ্ঠান নিজেদের বিক্রয়, বিপণন, গ্রাহক পরিষেবা এবং দৈনন্দিন বিভিন্ন কাজ সমন্বয় করতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিএন ডিজিনেট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এআই এবং বিগ ডেটা—এই দুটির প্রযুক্তির সমন্বয় করতে বিপণনকারীদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। আর তাই স্বয়ংক্রিয় বিপণনব্যবস্থা, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (সিআরএম) এবং তথ্য বিশ্লেষণ কার্যক্রমকে একই সঙ্গে যুক্ত করা হয়েছে রোবোকেট সফটওয়্যারে। ফলে বিপণনকারীরা সহজে এবং দ্রুত দৈনন্দিন বিপণন কার্যক্রম করতে পারেন।
রোবোকেট সফটওয়্যার ব্যবহারের সুবিধা তুলে ধরে এডিএন ডিজিনেটের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সোহায়েল বলেন, ‘এআই এবং ডেটা অ্যানালিটিকসের মাধ্যমে বিপণনকারীদের পেশাগত দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য রোবোকেট সফটওয়্যার দেশের প্রযুক্তি খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশেও এই সফটওয়্যার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশা করছি।’