মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট কোপাইলটে নতুন তিনটি সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে কোপাইলটেও গুগলের জেমিনি ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চ্যাটবটের মতো ভয়েস চ্যাটসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। নতুন যোগ হওয়া তিন সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
কোপাইলট ভয়েস সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় কোপাইলট চ্যাটবটকে বিভিন্ন প্রশ্ন করা যাবে। শুধু তা–ই নয়, নির্দিষ্ট কণ্ঠস্বরে সেই প্রশ্নের উত্তরও দেবে কোপাইলট। চাইলে উত্তর দেওয়ার সময় কোপাইলটকে সম্পূরক বিভিন্ন প্রশ্ন করারও সুযোগ মিলবে। ফলে মানুষের সঙ্গে কথা বলার মতো করেও কোপাইলটের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে।
কোপাইলট ভিশন সুবিধাটি ব্রাউজিংয়ের সময় ভার্চ্যুয়াল সহাকারীর মতো কাজ করে থাকে। শুধু তা–ই নয়, নির্দিষ্ট ওয়েব পেজের টেক্সট ও ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারে। মাইক্রোসফট এজ ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে @copilot লিখে সুবিধাটি চালু করা যাবে।
জটিল যেকোনো সমস্যার দিকনির্দেশনা জানানোর পাশাপাশি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে থিঙ্ক ডিপার। ফলে সুবিধাটি কাজে লাগিয়ে কোপাইলটের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনার খরচ পর্যালোচনাসহ বিভিন্ন কাজ দ্রুত করা যাবে।
প্রসঙ্গত, কোপাইলটের নতুন সুবিধাগুলো প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্টসংখ্যক কোপাইলট ল্যাবস ব্যবহারকারীরা পরখ করতে পারবেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য সুবিধাগুলো উন্মুক্ত করা হবে।
সূত্র: টেক ক্র্যাঞ্চ, ম্যাশেবল