সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও উন্নত হচ্ছে। এর ফলে ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। তবে সক্ষমতা বাড়ার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন গুগলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক শ্মিট। একই সঙ্গে এআইভিত্তিক ড্রোনের সম্ভাবনাও তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক শ্মিট বলেন, ‘শিগগিরই আমরা এমন ধরনের কম্পিউটার দেখব, যেগুলো নিজ থেকে প্রয়োজনীয় কাজ করার সিদ্ধান্ত নিতে পারবে।’ ৬৯ বছর বয়সী এই প্রযুক্তিবিদের মতে, ভবিষ্যতে প্রত্যেক মানুষের কাছে এমন প্রযুক্তি থাকবে, যা একাধিক ক্ষেত্রে পারদর্শী একজন বিশেষজ্ঞের মতো কাজ করবে। তবে তিনি জোর দিয়ে বলেন, যখন এআই প্রযুক্তি নিজেদের উন্নত করতে শুরু করবে, তখন তা নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
আরেক সাক্ষাৎকারে এরিক শ্মিট যুদ্ধক্ষেত্রে এআইচালিত ড্রোন নেটওয়ার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এরিক শ্মিটের মতে, মানুষকে অবশ্যই এই প্রযুক্তি নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে তা অর্থবহ থাকে। যুদ্ধ সব সময়ই ভয়াবহ। তবে সঠিক পদ্ধতি হলো, মানুষকে নিরাপদ দূরত্বে রেখে অস্ত্রগুলো সামনের সারিতে স্থাপন করা এবং সেগুলো এআই দ্বারা নিয়ন্ত্রিত ও নেটওয়ার্কে সংযুক্ত রাখা।
এরিক শ্মিট বর্তমানে হোয়াইট স্টর্ক নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যা এআইচালিত ড্রোন সরবরাহ করে থাকে। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ইউক্রেনে এই ড্রোন পাঠানো হয়েছে। এ ছাড়া তিনি বেশ কয়েকটি এআই স্টার্টআপে বিনিয়োগ করেছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস