এআই টুল দিয়ে কৃত্রিম ছবি ও ভিডিও তৈরি করা যায়
এআই টুল দিয়ে কৃত্রিম ছবি ও ভিডিও তৈরি করা যায়

ভিডিও ও ছবি তৈরির এআই টুল ব্যবহারে সাবধান

বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে সহজেই কৃত্রিমভাবে ভিডিও ও ছবি তৈরি করা যায়। আর তাই অনেকেই শখের বশে বা কাজের প্রয়োজনে কৃত্রিম ভিডিও ও ছবি তৈরির জন্য এআই টুল ব্যবহার করেন। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে ভিডিও ও ছবি তৈরির ভুয়া এআই টুলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া এআই টুলগুলো নামালেই কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য চুরি করতে থাকে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, ভিডিও ও ছবি তৈরির ভুয়া এআই টুলগুলোর মাধ্যমে উইন্ডোজ ও ম্যাকওএস অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ‘লুমা স্টিলার’ ও ‘এএমওএস ইনফোস্টিলার’ নামের ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে সাইবার অপরাধীরা। ম্যালওয়্যারগুলো কম্পিউটারে প্রবেশ করেই ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্যসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে।

ভিডিও ও ছবি তৈরির ভুয়া এআই টুলগুলো সহজে নামানোর সুযোগ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামের আদলে ওয়েবসাইটও চালু করেছে সাইবার অপরাধীরা। ওয়েবসাইটগুলোকে গুগলের সার্চ ফলাফলের ওপরের দিকে প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালানো হয়। ফলে অনেকেই ভিডিও ও ছবি তৈরির জন্য ভুয়া এআই টুলগুলো নামিয়ে সাইবার হামলার শিকার হচ্ছেন।

ভিডিও ও ছবি তৈরির ভুয়া এআই টুল থেকে নিরাপদ থাকতে নামানোর আগে নির্মাতা প্রতিষ্ঠানের পরিচিতি ও গ্রহণযোগ্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর পাশাপাশি কম্পিউটারে নিয়মিত হালনাগাদ সংস্করণের অ্যান্টিভাইরাস ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তাঁরা।

সূত্র: ব্লিপিং কম্পিউটার