অবশেষে লেখা থেকে ভিডিও (টেক্সট টু ভিডিও) তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘সোরা’ উন্মোচন করেছে ওপেনএআই। গত সোমবার প্রতিষ্ঠানটি তাদের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বাজারে ছাড়ে। ১২ দিনের বিশেষ পণ্য প্রকাশ কার্যক্রম ‘শিপ-ম্যাস’–এর অংশ হিসেবে চালু হওয়া এই মডেল বর্তমানে সোরা ডট কম ঠিকানার ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের চ্যাটজিপিটির গ্রাহকেরা পাচ্ছেন।
সোরার নতুন সংস্করণ সোরা টার্বো মডেলটি টেক্সট থেকে ভিডিও তৈরি, ছবি অ্যানিমেশন এবং ভিডিও রিমিক্স করার মতো উন্নত সুবিধা নিয়ে এসেছে। চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা মাসে ৫০টি ‘প্রায়োরিটি ভিডিও’ তৈরি করতে পারবেন। এসব ভিডিও সর্বোচ্চ ৭২০ পিক্সেল রেজল্যুশন ও ৫ সেকেন্ড দৈর্ঘ্যের হবে। অন্যদিকে, সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটি প্লাস প্রোর মাধ্যমে ব্যবহারকারীরা ১০৮০ পিক্সেল রেজল্যুশন এবং ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন। এতে জলছাপ (ওয়াটারমার্ক) ছাড়া ভিডিও নামানো ও পাঁচটি ভিডিও একসঙ্গে তৈরি করার সুবিধাও রয়েছে।
সোরার নতুন এক্সপ্লোর পেজ থেকে ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি ভিডিওর ফিড দেখতে পারবেন। এ ছাড়া ‘স্টোরিবোর্ড’ নামে একটি সুবিধা যুক্ত হয়েছে, যা ধাপে ধাপে নির্দেশনার মাধ্যমে ভিডিও তৈরি করতে সাহায্য করবে। ওপেনএআই জানিয়েছে, সোরা দিয়ে তৈরি ভিডিওতে দৃশ্যমান জলছাপ ও সিটুপিএ মেটাডেটা থাকবে। এতে ভিডিওটি যে এআই দিয়ে তৈরি করা হয়েছে তা চিহ্নিত করা যাবে। ভিডিও বা ছবি প্রকাশ করার আগে ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে আপলোড করা আধেয় বা কনটেন্টে ১৮ বছরের নিচের কেউ নেই, অশ্লীল বা সহিংস উপাদান নেই এবং কপিরাইট লঙ্ঘন হয়নি। শর্ত ভঙ্গ করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ বা সাময়িক স্থগিত করা হতে পারে।
সরাসরি ভিডিও বার্তায় ওপেন এআইয়ের পণ্য বিভাগের প্রধান রোহান সাহাই বলেন, ‘সোরার অপব্যবহার ঠেকানোর পাশাপাশি সৃজনশীলতাকে সমর্থন করাই আমাদের লক্ষ্য। এটি একটি চলমান প্রক্রিয়া এবং প্রথম দিনেই সব ঠিকঠাক হবে, এমনটা বলা যায় না। আমাদের মডারেশন যদি সঠিকভাবে কাজ না করে, ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া আশা করছি।’
যাঁরা চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন ব্যবহার করেন না, তাঁরাও সোরায় অন্য ব্যবহারকারীদের তৈরি ভিডিওর ফিড দেখতে পারবেন। তবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ দেশে সোরা চালু হলেও ইউরোপ এবং যুক্তরাজ্যে এর প্রাপ্যতা নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে।
এদিকে সোরা উন্মোচনের কয়েক দিন আগেই ওপেনএআই একটি বিতর্কের মুখে পড়ে। প্রতিষ্ঠানটির আলফা টেস্টিং প্রোগ্রামে অংশ নেওয়া কিছু শিল্পী অভিযোগ করেন, ওপেনএআই তাঁদের বিনা পারিশ্রমিকে গবেষণা ও প্রচারের কাজে ব্যবহার করেছে। প্রতিবাদ হিসেবে তাঁরা পণ্যটির তথ্য ফাঁস করে দেন।
সূত্র: দ্য ভার্জ