কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সফটওয়্যার এনেছে গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সফটওয়্যার এনেছে গুগল

গবেষণার জন্য ‘ডিপ রিসার্চ’ এআই টুল আনল গুগল

গুগল সম্প্রতি ‘ডিপ রিসার্চ’ নামে একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার চালু করেছে, যা ব্যবহারকারীর হয়ে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে গবেষণামূলক প্রতিবেদন তৈরি করে দেবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে গবেষণা করার জন্য গুগলের এআই মডেল জেমিনি বটকে নির্দেশ দিতে পারবেন।

ডিপ রিসার্চ এখন শুধু ইংরেজি ভাষায় এবং জেমিনি ‘অ্যাডভান্সড’ গ্রাহকদের জন্য চালু হয়েছে। এই টুলটি প্রথমে ব্যবহারকারীর জন্য একটি ‘বহুস্তর গবেষণা পরিকল্পনা’ তৈরি করবে। এরপর ব্যবহারকারী চাইলে গবেষণা পরিকল্পনা সম্পাদনা বা অনুমোদন করতে পারেন। পরবর্তী সময়ে ইন্টারনেট থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করার পর একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে জেমিনি।

প্রতিবেদনে মূল তথ্যের পাশাপাশি তথ্যসূত্র হিসেবে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ঠিকানাও যুক্ত থাকবে। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট অংশ আরও বিস্তারিত জানতে পারবেন বা প্রতিবেদন সম্পাদনা করতে পারবেন। এ ছাড়া গবেষণার ফলাফল গুগল ডকসে নেওয়া যাবে।

ডিপ রিসার্চ গুগলের নতুন এআই মডেল জেমিনি ২.০-এর অংশ। এতে এজেন্টিক এআই প্রযুক্তি ব্যবহার করা করেছে। এজেন্টিক এআই এমন প্রযুক্তি, যা ব্যবহারকারীর হয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। গুগলের এ উদ্যোগ অন্যান্য এআই প্রতিষ্ঠানের জন্যও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করেছে।

ডিপ রিসার্চের পাশাপাশি গুগল আরও একটি দ্রুতগতিসম্পন্ন এআই চ্যাটবট ‘জেমিনি ফ্ল্যাশ ২.০’ চালু করেছে। এআই মডেলটি ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ডিপ রিসার্চ ওয়েবে ব্যবহার করা যাবে। তবে জেমিনির অ্যাডভান্সড গ্রাহক হতে হবে। এটি ব্যবহারের জন্য জেমিনি পোর্টালে গিয়ে মডেল ড্রপডাউন থেকে ‘জেমিনি ১.৫ প্রো উইথ ডিপ রিসার্চ’ নির্বাচন করতে হবে।

সূত্র: দ্য ভার্জ