গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) সুবিধা চালু করে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো তথ্য খুঁজলেই এআই কাজে লাগিয়ে সেগুলোর ফলাফল দ্রুত দেখায় গুগল, যা সার্চ ফলাফলের ওপরের দিকে পাওয়া যায়। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকতে হয় না। গুগলের এই এসজিইয়ের সার্চ ফলাফলের মাধ্যমে ম্যালওয়ার ছড়াচ্ছে হ্যাকাররা। গুগলের এসজিই সার্চ ফলাফলে ক্ষতিকর ওয়েবসাইট প্রদর্শন করছে। এসব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের কৌশলে ক্ষতিকর প্রোগ্রাম নামাতে উদ্ধুদ্ধ করা হচ্ছে।
ব্লিপিং কম্পিউটারের প্রতিবেদন অনুসারে, এসইও পরামর্শক লিলি রয় এ ধরনের হ্যাকিং কার্যক্রম শনাক্ত করেন। তিনি জানান, এসজিই সার্চ ফলাফলে প্রদর্শিত ভুয়া ওয়েবসাইটগুলোয় একই ধরনের এইচটিএমএল টেমপ্লেট ব্যবহৃত হচ্ছে। এমনকি সব ওয়েবসাইটে ডট অনলাইন ডোমেইন ব্যবহার করা হয়েছে। এসব ওয়েবসাইটে ক্লিক করার পর ইউটিউবের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট ও ক্যাপচা কোডের পেজ প্রদর্শিত হচ্ছে। যেখানে ব্যবহারকারীদের ব্রাউজার নোটিফিকেশন চালুর নির্দেশনা দেওয়া হচ্ছে। এরপর ব্রাউজার নোটিফিকেশনের মাধ্যমে হ্যাকিং কার্যক্রম চালাচ্ছে হ্যাকাররা। নোটিফিকেশনের মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দেখিয়ে বিনামূল্যে পণ্য পাওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলে ব্যবহারকারীদের ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন নামাতে উদ্ধুদ্ধ করছে হ্যাকাররা।
গুগলের সার্চ ফলাফলে স্প্যাম ফিল্টার করার সুবিধা থাকার পরও এসজিই সার্চ ফলাফলের মাধ্যমে ম্যালওয়ার ছড়ানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস