কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে সফটওয়্যার প্রকৌশলীদের বিভিন্ন কাজ ধীরে ধীরে এআই এজেন্টদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে ধারণা করছেন অনেকে। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানও সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ট্র্যাটেচেরিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান কোডিংয়ের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। কিছু ক্ষেত্রে সফটওয়্যার প্রকৌশলীদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিই ৫০ শতাংশের বেশি কোড লিখছে। এআই প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে ভবিষ্যতে সফটওয়্যার প্রকৌশলীদের চাহিদা কমতে পারে।
অল্টম্যানের মতে, সফটওয়্যার প্রকৌশলীদের জন্য এআই বর্তমানে সহায়ক হলেও ভবিষ্যতে এটি মানুষের বিকল্প হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘বর্তমানে একজন প্রকৌশলী আগের চেয়ে অনেক বেশি কাজ করতে পারছেন। তবে দীর্ঘ মেয়াদে প্রকৌশলীর সংখ্যা কমতে পারে। এটা প্রযুক্তির স্বাভাবিক গতি। এজেন্টিক কোডিং প্রযুক্তির মাধ্যমে কোডিংয়ে বিপ্লব ঘটাবে এআই, যা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এ প্রযুক্তি সফটওয়্যারশিল্পে বড় পরিবর্তন আনতে পারে।’
ভবিষ্যতে এআইয়ের চ্যালেঞ্জ মোকাবিলার শিক্ষার্থীদের উদ্দেশে অল্টম্যান বলেন, নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা শেখার চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহারে দক্ষ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি জরুরি।
সূত্র: ইন্ডিয়া টুডে