কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা

গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে শনাক্ত করবে এআই ক্যামেরা

লম্বা একটা ধাতব লাঠি। তাতে বসানো রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে রাস্তায় চলা গাড়ির ছবি তোলা হবে। আর গাড়ি চালানোর সময় যদি কোনো চালক মোবাইল ফোন ব্যবহার করেন বা সিটবেল্ট না বাঁধেন, তবে এসব ছবি দেখে তা শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। যুক্তরাজ্যের ইস্ট ইয়র্কশায়ার এবং নর্থ লিংকনশায়ারের রাস্তায় দেখা যাবে এই প্রযুক্তির ব্যবহার।

এরই মধ্যে যুক্তরাজ্যের ইস্ট ইয়র্কশায়ার এবং নর্থ লিংকনশায়ারের রাস্তায় বসানো হয়েছে বেশ কিছু এআই ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে সড়কের নিরাপত্তা, ট্রাফিক, গাড়ির গতিসীমা ও সড়ক শৃঙ্খলা পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি যুক্তরাজ্যের রাস্তায় পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা বসিয়ে সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণের দ্বিতীয় ঘটনা।

জানা গেছে, সড়কের এমন জায়গায় এআই ক্যামেরা বসানো হয়েছে, যেখান থেকে গাড়ি স্পষ্ট দেখা যাবে। এরপর যেসব গাড়ি চলাচল করবে, সেগুলোর ছবি তুলবে ক্যামেরাটি। ছবি নেওয়ার পর সেগুলো বিশ্লেষণ করবে এআই। সেখানে দেখা হবে কোন গাড়িচালক মোবাইল ফোন ব্যবহার করছেন বা সিটবেল্ট বাঁধেননি। এআই দিয়ে এমন কোনো ঘটনা শনাক্ত হলে সেগুলো দ্বিতীয় ধাপে খতিয়ে দেখবে সেফার রোডস হাম্বার বা ন্যাশনাল হাইওয়ে।

অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএ) দেওয়া তথ্য অনুসারে, মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় গাড়িচালককে জরিমানার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে এ হার বেড়েছে ৯৩ শতাংশ।

গাড়ি চালানোর সময় চালকদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা দেখা যায়। এর ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। বলা হচ্ছে, যে চালকেরা মোবাইল ফোন ব্যবহার করেন ও গাড়ি চালান, তাঁদের দুর্ঘটনার কবলে পড়ার শঙ্কা থাকে ৪ গুণ বেশি। আবার অনেকেই চালকের আসনে বসে সিটবেল্ট বাঁধেন না। সিটবেল্ট বাঁধা না থাকা অবস্থায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে বড় ধরনের ক্ষতি, এমনকি প্রাণহানিও হতে পারে।
সূত্র: ডেইলি মেইল