লিখিত বর্ণনা থেকে সোরার তৈরি ভিডিওর একটি দৃশ্য
লিখিত বর্ণনা থেকে সোরার তৈরি ভিডিওর একটি দৃশ্য

লেখা থেকে ভিডিও তৈরির এআই টুল নিয়ে বিপাকে ওপেনএআই, কারণ কী

দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে লেখা থেকে ভিডিও তৈরির এআই টুল আনতে কাজ করছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ‘সোরা’ নামের এআই ভিডিও জেনারেটর টুলটির কার্যকারিতা পরখ করতে সম্প্রতি নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার আগেই ভিডিও জেনারেটর টুলটির গোপন কোড ফাঁস হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছে ওপেনএআই।

জানা গেছে, সোরা ভিডিও জেনারেটর টুলের কার্যকারিতা পরখ করার সঙ্গে যুক্ত বেটা সংস্করণ ব্যবহারকারীরাই গোপনে কোডগুলো অনলাইনে প্রকাশ করে দিয়েছেন। এর ফলে নিবন্ধন না করা ব্যক্তিরাও ভিডিও জেনারেটর টুলটির সাহায্যে কৃত্রিম ভিডিও তৈরি করতে পারছিলেন। অনলাইনে কোড প্রকাশের প্রায় তিন ঘণ্টা পর বিষয়টি জানতে পেরে ভিডিও জেনারেটর টুলটিতে প্রবেশাধিকারের সুবিধা বন্ধ করে দিয়েছে ওপেনএআই। এর ফলে বেটা সংস্করণ ব্যবহারকারীদের পাশাপাশি অন্য কোনো ব্যক্তি সোরা ভিডিও জেনারেটর টুলের কার্যকারিতা পরখ করতে পারছেন না।

ওপেনএআইয়ের তথ্যমতে, লিখিত বর্ণনা দেওয়া হলে বাস্তব ঘটনা বা দৃশ্য আর কাল্পনিক দৃশ্যও তৈরি করে দেবে এআই মডেল সোরা। এক মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবে সোরা। অনেক চরিত্র, বিভিন্ন ধরনের গতি, নির্দিষ্ট বিষয়বস্তু, পটভূমিসহ জটিল দৃশ্যও তৈরি করতে পারবে সোরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া