গান তৈরির জন্য মিউজিক এফএক্স নামের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নতুন একটি জেনারেটিভ এআই (জেনএআই) টুল এনেছে গুগল। এর আগে গত বছর মিউজিক এলএম নামের একটি গান তৈরির টুল আনে গুগল। নতুন এআই টুল মিউজিক এফএক্স গত বছরের মিউজিক এলএমের হালনাগাদ সংস্করণ। গুগল বলছে, মিউজিক এফএক্স ৭০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের গান তৈরি করতে সক্ষম। পাশাপাশি প্রম্পট থেকে এ টুলের সাহায্যে দ্রুত গান তৈরি করা যায় এবং উন্নত মানও পাওয়া যায়।
গুগল ল্যাবসের এআই টেস্ট কিচেনে মিউজিক এফএক্স পাওয়া যাচ্ছে। এআই টেস্ট কিচেন অ্যাপ থেকে গুগলের পরীক্ষামূলক এআইভিত্তিক সুবিধা পরখ করা যায়। গত বছরের ডিসেম্বরে মিউজিক এফএক্স টুলটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ব্যবহারের সুযোগ পান। পূর্ববর্তী সংস্করণ মিউজিক এলএমের মতোই মিউজিক এফএক্সে লিখিত প্রম্পট দেওয়ার পর গান তৈরি করে। প্রম্পটে যে ধরনের গান তৈরি করতে হবে, তার বর্ণনা থাকতে হয়। এরপর টুলটি ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের গানের দুটি সংস্করণ তৈরি করে। এতে গানের দৈর্ঘ্য ৫০ সেকেন্ড ও ৭০ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধির অপশন থাকে। তবে কপিরাইটের মতো আইন লঙ্ঘন বা ভুয়া তথ্য ছড়ানোর শঙ্কা এড়াতে মিউজিক এফএক্স টুলটি ব্যবস্থাও নিয়েছে। প্রম্পটে নির্দিষ্ট কোনো শিল্পী ও তাঁদের কণ্ঠে গান তৈরির নির্দেশনা থাকলে প্রম্পট থেকে গান রূপান্তর করবে না টুলটি।
এ ছাড়া মিউজিক এফএক্সের পাশাপাশি গানের কথা লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল টেক্সট এফএক্স এনেছে গুগল। টেক্সট এফএক্স টুলটিও এআই টেস্ট কিচেন অ্যাপে পাওয়া যাচ্ছে।
এদিকে গুগলের এআই চ্যাটবট বার্ডে ‘ইমাজিন টু’ মডেল ব্যবহার করে লিখিত প্রম্পট থেকে ছবি তৈরির সুযোগ চালু হয়েছে। বার্ড চ্যাটবটে তৈরি এআই ছবি শনাক্তে ডিজিটাল জলছাপ থাকবে। এ ছাড়া খ্যাতিমান মানুষদের এআই ছবি তৈরি করা যাবে না গুগলের এই চ্যাটবটে। ফলে বার্ড চ্যাটবটের মাধ্যমে ভুয়া ছবি তৈরি করে সাইবার অপরাধ কম হবে। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় বার্তা লিখে বার্ড চ্যাটবটে এআই ছবি তৈরি করা যাবে।
সূত্র: টেকক্র্যাঞ্চ