যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জনের ৬ জন চ্যাটজিপিটি সম্পর্কে জানেন
যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জনের ৬ জন চ্যাটজিপিটি সম্পর্কে জানেন

চ্যাটজিপিটির জিপিটি, জিপিটি ৩.৫, জিপিটি ৪ আসলে কী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নয়ন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি এখন খুবই সুপরিচিত একটি নাম। এমনকি এই এআই চ্যাটবটের ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক প্রতি ১০ জনের মধ্যে ৬ জন চ্যাটজিপিটি সম্পর্কে জানেন। চ্যাটজিপিটিতে জিপিটি, জিপিটি ৩.৫, জিপিটি ৩.৫ টার্বো, জিপিটি ৪ ইত্যাদি নাম ব্যবহৃত হয়। আসলে এসবের অর্থ কী?

জিপিটি কী?

জেনারেটিভ প্রি–ট্রেইনড ট্রান্সফরমারের সংক্ষিপ্ত রূপ হলো জিপিটি। এটি এআই চ্যাটবটের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) একটি অংশ, যা ডিপ লার্নিংয়ের মাধ্যমে মানুষের মতোই লেখা তৈরি করতে পারে। ব্যবহারকারীর প্রম্পট বা লিখিত নির্দেশনা বুঝে আউটপুট তৈরির জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সক্ষমতা রয়েছে জিপিটির।

জিপিটি ৩.৫

জিপিটি ৩.৫ হলো জিপিটি ৩–এর উন্নত সংস্করণ। জিপিটি ৩.৫ প্রম্পট বা নির্দেশনা বুঝে উত্তর দেওয়ার পাশাপাশি কোড বা সংকেত তৈরি করতে পারে। ওপেনএআইয়ের বিনা মূল্যের সংস্করণগুলোর মধ্যে জিপিটি ৩.৫ সবচেয়ে জনপ্রিয়।

জিপিট ৩.৫ টার্বো

জিপিটি ৩.৫–এর থেকে আরও উন্নত সংস্করণের নাম জিপিটি ৩.৫ টার্বো। এটি ওপেনএআইয়ের এপিআইয়ের মাধ্যমে প্রোগ্রামার বা ডেভেলপাররা ব্যবহার করে থাকেন। জিপিটি ৩.৫ মডেলের মধ্যে রয়েছে জিপিটি ৩.৫ টার্বো ১১০৬, জিপিটি ৩.৫ টার্বো ও জিপিটি ৩.৫ টার্বো ১৬ কে। ডেভেলপাররা প্রয়োজনমতো যেকোনো মডেল নির্বাচন করে ব্যবহার করতে পারেন।

জিপিটি ৪

২০২৩ সালের ১৪ মার্চ জিপিটি ৪ আনে ওপেনএআই। জিপিটি ৪ হলো ওপেনএআইয়ের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সর্বশেষ সংস্করণ। জিপিটি ৪ হলো মাল্টিমোডাল। অর্থাৎ জিপিটি ৪–এর সাহায্যে লিখিত প্রম্পটের পাশাপাশি ভয়েস ও ইমেজ প্রম্পট হিসেবে ইনপুট দেওয়া যায়। জিপিটি ৩.৫–এর মতোই জিপিটি ৪–এর উন্নত সংস্করণ জিপিটি ৪ টার্বো রয়েছে।

সূত্র: জেডডিনেট