কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি কৃত্রিমভাবে তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি তৈরি করছেন অনেকেই। এ সমস্যা সমাধানে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল দিয়ে তৈরি ছবিতে স্বয়ংক্রিয়ভাবে জলছাপ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। ফলে স্ন্যাপচ্যাটের অন্য ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে ছবিটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, এআই প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করা সব ছবি স্ন্যাপচ্যাটে প্রকাশ করার সময় স্বয়ংক্রিয়ভাবে জলছাপ ও এআই আইকন যুক্ত করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের প্রচার ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলো চেনা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরির জন্য একাধিক ‘এআই’ টুল রয়েছে স্ন্যাপচ্যাটে। ফলে ব্যবহারকারীরা সহজেই টুলগুলোর মাধ্যমে লিখিত প্রম্পট থেকে নিজেদের পছন্দমতো যেকোনো ধরনের ছবি কৃত্রিমভাবে তৈরি করতে পারেন। নতুন এ উদ্যোগের আওতায় স্ন্যাপচ্যাটের ‘এক্সটেন্ড টুল’ ও ‘ড্রিমস’ সুবিধা কাজে লাগিয়ে তৈরি যেকোনো ছবি প্রকাশ করতে গেলেই স্ন্যাপচ্যাটের লোগোযুক্ত জলছাপ যুক্ত করে দেওয়া হবে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি চেনানোর জন্য জলছাপ যুক্ত করার বিষয়টি খুব ভালো সমাধান নয়। কারণ, ছবিতে থাকা জলছাপ সম্পাদনা করে মুছে ফেলা যায়। বিষয়টি স্বীকার করে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো পদ্ধতিই শতভাগ সঠিক ফল দেয় না। তাই এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করে অভিযোগ করার জন্য উৎসাহ দিয়ে থাকে স্ন্যাপচ্যাট।
সূত্র: ম্যাশেবল