কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সহজেই লিখিত প্রম্পট থেকে পছন্দের ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। কেউ আবার আকারে বড় ভিডিও তৈরির পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য সিনেমাও নির্মাণ করছেন। এবার এআইয়ের মাধ্যমে তৈরি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে ট্রিবেকা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হতে যাওয়া এ উৎসব চলবে ১৬ তারিখ পর্যন্ত। ট্রিবেকা চলচ্চিত্র উৎসব আয়োজকদের তথ্যমতে, উৎসবে প্রচলিত সিনেমার পাশাপাশি শুধু ওপেনএআইয়ের ‘সোরা’ এআই মডেল ব্যবহার করে তৈরি সিনেমাগুলো দেখানো হবে।
ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে এআই দিয়ে তৈরি সিনেমা বিভাগের নাম রাখা হয়েছে ‘সোরা শর্টস’। উৎসবে দেখানোর জন্য এরই মধ্যে পাঁচ চলচ্চিত্র নির্মাতার তৈরি সিনেমা নির্বাচন করা হয়েছে। নতুন এ উদ্যোগের ফলে এআই দিয়ে তৈরি সিনেমা দেখার পাশাপাশি সোরা এআই মডেলের কার্যকারিতা দর্শকেরা জানতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে লেখা থেকে ভিডিও তৈরির মডেল সোরা তৈরির ঘোষণা দেয় চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই। ব্যবহারকারীদের লিখিত বর্ণনা থেকে কাল্পনিক দৃশ্য তৈরি করতে পারে সোরা মডেল। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভিন্ন চরিত্র ও আশপাশের দৃশ্যও নিখুঁতভাবে তৈরি করতে পারে মডেলটি।
সোরা এআই মডেল এখনো সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেনি ওপেনএআই। তবে নির্দিষ্ট ব্যক্তি, ভিজ্যুয়াল আর্টিস্ট ও চলচ্চিত্র নির্মাতারা সোরা মডেলটি পরখ করতে পারছেন। ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে নিজেদের তৈরি সিনেমা প্রদর্শন শেষে প্যানেল আলোচনায়ও অংশ নেবেন সিনেমাগুলোর নির্মাতারা। সেখানে সিনেমা তৈরিতে সোরা মডেলের বিভিন্ন সুবিধা ও কারিগরি দিক উপস্থাপন করবেন তাঁরা।
সূত্র: ম্যাশেবল