ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্য দেখার সুযোগ দিতে ‘জাম্প অ্যাহেড’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে ইউটিউব। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় তৈরি আকারে বড় যেকোনো ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখতে পারবেন ব্যবহারকারী। ফলে কম সময়ে পুরো ভিডিও দেখা যাবে।
জাম্প অ্যাহেড সুবিধাটি ইউটিউবে থাকা স্কিপ অপশনের মতোই। স্কিপ অপশনের মাধ্যমে ভিডিওতে ডাবল ট্যাপ করে ১০ সেকেন্ড পরবর্তী সময়সীমায় যাওয়া যায়। আর জাম্প অ্যাহেড কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু পর্যালোচনা করে উল্লেখযোগ্য দৃশ্য শনাক্ত করে ব্যবহারকারীদের দেখাবে। এর ফলে বারবার ভিডিও স্কিপ না করে সহজেই উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখতে পারবেন ব্যবহারকারীরা।
জাম্প অ্যাহেড সুবিধা চালু হলে ইউটিউবে থাকা ভিডিওর নিচে নতুন একটি বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলেই ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখা যাবে। তবে বাটনটিতে ক্লিক না করলে বর্তমানের মতোই পুরো ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইউটিউবের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা জাম্প অ্যাহেড সুবিধা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা চালু করা হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে