সাইবার হামলা ও প্রতারণা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে গুগল। এ জন্য নিজেদের থ্রেট ইন্টেলিজেন্স টুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘জেমিনি’ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ উদ্যোগের ফলে থ্রেট ইন্টেলিজেন্স টুলটি সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি ও ক্ষতিকর ম্যালওয়্যার শনাক্ত করার পাশাপাশি সেগুলো থেকে রক্ষার উপায় সম্পর্কে জানতে সহায়তা করবে।
জানা গেছে, থ্রেট ইন্টেলিজেন্স টুলে জেমিনি প্রো চ্যাটবটের ১ দশমিক ৫ সংস্করণ ব্যবহার করা হয়েছে। জেমিনি চ্যাটবটের এই সংস্করণ সাইবার হামলার ঝুঁকিতে থাকা অসংখ্য তথ্য দ্রুত স্ক্যান করতে পারে। পাশাপাশি খুবই দ্রুত এআইয়ের সাহায্যে ক্ষতিকর ম্যালওয়্যারের কোড বিশ্লেষণ করে সেটি থেকে নিরাপদে থাকার সমাধান দিতে পারে।
গুগলের দাবি, জেমিনি প্রো এআই মাত্র ৩৪ সেকেন্ডে ভয়ংকর ওয়্যানক্রাই ম্যালওয়্যারের কোড যাচাই করে সুরক্ষিত থাকার সম্ভাব্য সমাধান দিতে পেরেছে। ফলে থ্রেট ইন্টেলিজেন্স টুল শুধু সাইবার হামলার ঝুঁকিই শনাক্ত করে না, বরং সম্ভাব্য প্রতিকার দিতেও ভূমিকা রাখছে।
উল্লেখ্য, সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়্যান্ট কিনেছে গুগল। ধারণা করা হচ্ছে, নতুন এ উদ্যোগের পাশাপাশি ভবিষ্যতে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
সূত্র: নিউজ১৮ ডটকম