ইউটিউবে বিনোদন, শিক্ষা, সংবাদসহ বিভিন্ন বিষয়ের ভিডিও সহজেই দেখা যায়। তবে মাঝেমধ্যেই অপরিচিত বিভিন্ন চ্যানেলের নিম্নমানের বা অনাকাঙ্ক্ষিত ভিডিওগুলো ফিডে প্রদর্শন করে থাকে ইউটিউব। ফলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এতে বিরক্তও হন অনেকে। ইউটিউবে কোনো চ্যানেলকে সরাসরি ব্লক করার সুযোগ না থাকলেও নির্দিষ্ট চ্যানেলের ভিডিওগুলো নিজেদের ফিডে প্রদর্শনের সুপারিশ বা সাজেশন পদ্ধতি বন্ধ রাখা যায়।
নির্দিষ্ট চ্যানেলের ভিডিও দেখতে না চাইলে প্রথমে ইউটিউবে প্রবেশ করে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউবে লগইন করতে হবে। এরপর ফিডে যে চ্যানেলের ভিডিও প্রদর্শন বন্ধ করতে হবে, সেই চ্যানেলের যেকোনো একটি ভিডিওর শিরোনামের পাশে তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে ‘ডোন্ট রিকমেন্ড চ্যানেল’ নির্বাচন করলেই চ্যানেলটির কোনো ভিডিও আপনার ফিডে দেখা যাবে না। এমনকি পরবর্তী সময়ে সেই চ্যানেলের কোনো ভিডিও সুপারিশ হিসেবেও দেখাবে না ইউটিউব।