এখন স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকের কাছেই তারবিহীন হেডফোন বা ইয়ারবাডস থাকে। বাজারেও খুব ভালো মানের ইয়ারবাডস পাওয়া যায়। আর এসব ইয়ারবাডস দীর্ঘদিন ব্যবহার করতে হলে পরিষ্কার রাখা জরুরি, যা দ্রুত নষ্ট হওয়া থেকে ইয়ারবাডস রক্ষা করে। তবে এটাও লক্ষ রাখতে হবে, পরিষ্কার করতে গিয়ে যেন ইয়ারবাডস ভেঙে না যায়। তাই সাবধানে কীভাবে ইয়ারবাডস পরিষ্কার রাখবেন, তা দেখে নেওয়া যাক।
তারহীন ইয়ারবাডস পরিষ্কার প্রক্রিয়ায় যা করতে মানা, তা মনে রাখা উচিত। ভুল চেষ্টা ইয়ারবাডস নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। পানি প্রতিরোধী বা ইনগ্রেস প্রোটেকশন (আইপি) রেটিং থাকা সত্ত্বেও ইয়ারবাডস পানির নিচে ধোয়া যাবে না। চার্জিং পয়েন্টগুলোতে তরল প্রবেশ করানো যাবে না। ইয়ার টিপসগুলো আলাদা আলাদাভাবে খুলে পরিষ্কার করতে হবে। ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যাবে না। ইয়ারবাডস বা ইয়ার টিপস শুকানোর জন্য ড্রায়ার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করা যাবে না। ইয়ারবাডস, ইয়ার টিপস ও চার্জিং কেস পরিষ্কারের জন্য অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। ইয়ারবাডস চার্জিং কেসে রাখার আগে সেগুলো পুরোপুরি শুকিয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
ইয়ারবাড খুব সংবেদনশীল, তাই এই টিপসগুলো অনুসরণ করা প্রয়োজন। নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইয়ারবাডস পরিষ্কারে তরল ব্যবহারে সতর্ক করে। বরং তারা মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দেয়।
ইয়ারবাড থেকে বিভিন্ন ধরনের ময়লা পরিষ্কারের সবচেয়ে ভালো উপায় হলো মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা। এই কাপড় ভেজানোর জন্য কোনো বিশেষ তরল বা সাবানপানি ব্যবহারের দরকার নেই। স্বাভাবিক পানিই যথেষ্ট।
পরিষ্কার শুরু করার আগে ইয়ারবাড থেকে ইয়ার টিপ সরান। সে জন্য আলতো করে সেগুলো টানুন। ইয়ার টিপ পানির নিচে রেখে বা সাবানপানি ব্যবহার করে পরিষ্কার করুন। এতে কান থেকে লাগা সব ময়লা উঠে যাবে। সামান্য ভেজা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ইয়ারবাডস মুছুন। এ ক্ষেত্রে সাবানপানি বা সল্যুশন ব্যবহার করা যাবে না। আবার মাইক্রোফাইবার কাপড় যেন বেশি ভেজা না থাকে, সেটাও খেয়াল রাখবেন। প্রয়োজনে কটন বাড ভিজিয়ে ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার হয়ে গেলে ইয়ার টিপস ইয়ারবাডে লাগানোর আগে ভালোভাবে শুকিয়ে নিন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ