টিকটক
টিকটক

টিকটকে পছন্দের পুরোনো ভিডিও খুঁজে পাবেন যেভাবে

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশ করা যায় বলে তরুণ-তরুণীদের কাছে বর্তমানে খুবই জনপ্রিয় টিকটক। আর তাই ব্যবহারের পাশাপাশি নিয়মিত টিকটকে বিভিন্ন বিষয়ের ভিডিও প্রকাশ করেন অনেকে। অন্যদের প্রকাশ করা ভিডিও পছন্দ হলে সেটি ‘প্রিয়’ তালিকায় যুক্ত করার পাশাপাশি স্মার্টফোনে নামিয়ে (ডাউনলোড করা) রাখার সুযোগ থাকায় টিকটকে চাইলেই পছন্দের ভিডিওগুলো পরবর্তী সময়ে আবারও দেখা যায়। কিন্তু মনের ভুলে বা ব্যস্ততার কারণে পছন্দের ভিডিও প্রিয় তালিকায় যুক্ত করতে বা নামিয়ে রাখতে ভুলে গেলে এ সুযোগ পাওয়া যায় না। তবে চাইলেই টিকটকে পছন্দের পুরোনো ভিডিও খুঁজে পাওয়া সম্ভব।

পছন্দের পুরোনো ভিডিও খুঁজে পাওয়ার জন্য টিকটক অ্যাপের ফিড থেকে ‘ফর ইউ’ অপশন নির্বাচন করতে হবে। এরপর সার্চ বারে ক্লিক করে পছন্দের ভিডিওর বিষয়বস্তু লিখতে হবে। অর্থাৎ, পছন্দের ভিডিওটি যদি নাচের হয়, তবে সার্চ বারে ড্যান্স লিখতে হবে। এবার সার্চ অপশনে ক্লিক করে ভিডিওস নির্বাচন করে পরের পেজের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ফিল্টারস থেকে ভিডিও ক্যাটাগরি অপশনের নিচে থাকা ‘ওয়াচড’ নির্বাচন করে ভিডিও দেখার সম্ভাব্য সময় উল্লেখ করতে হবে। অর্থাৎ, আপনি কত দিন আগে ভিডিওটি দেখেছেন, তার সম্ভাব্য সময় লিখতে হবে। এ ক্ষেত্রে সর্বশেষ ২৪ ঘণ্টা, সপ্তাহ, মাস, ৩ মাস এবং ৬ মাস সময়সীমা নির্ধারণ করা যাবে। এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই আপনার দেখা নাচের সব ভিডিওর তালিকা দেখাবে টিকটক।