পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহার করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করা যায়
পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহার করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করা যায়

গুগল অ্যাকাউন্টের জন্য পাসকি তৈরি করবেন যেভাবে

গুগল অ্যাকাউন্টে প্রচলিত পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ ব্যবহার করেও প্রবেশ করা যায়। সহজে এ সুবিধা ব্যবহারের সুযোগ দিতে গুগল অ্যাকাউন্টে পাসকি পদ্ধতি ডিফল্ট হিসেবে যুক্ত করেছে গুগল। পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ফলে আঙুলের ছাপ ব্যবহার করে সহজে যন্ত্র আনলক এবং ওয়েবসাইট ও অ্যাপে সাইনইন করা সম্ভব। গুগল অ্যাকাউন্টে পাসকি তৈরির জন্য স্মার্টফোন বা ল্যাপটপে অবশ্যই আঙুলের ছাপ শনাক্তকরণের সুবিধা থাকতে হবে। পাসকি তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

গুগল অ্যাকাউন্টে পাসকি পদ্ধতি চালুর জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর পাসকি ম্যানেজারের ওয়েবসাইটে গিয়ে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘ক্রিয়েট এ পাসকি’ বাটনে ক্লিক করে আবার গুগল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড লিখতে হবে। এরপর ‘ক্রিয়েট পাসকি ফর ইউর গুগল অ্যাকাউন্ট’ অপশনের নিচে থাকা ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করে আঙুলের ছাপ দিয়ে ‘ওকে’ বাটনে ক্লিক করলেই পাসকি তৈরি হয়ে যাবে।