এক্স
এক্স

এক্স অ্যাপে কারা ভিডিও ও অডিও কল করতে পারবেন, তা নির্ধারণ করবেন যেভাবে

আইফোনের পর সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বার্তা, ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ চালু করেছে এক্স (সাবেক টুইটার)। ফলে ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য অ্যাপের মতো এখন এক্স থেকেও অডিও ও ভিডিও কল করা যায়। তবে প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে (এক্স প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস) ব্যবহারকারীরা অডিও ও ভিডিও কল করার সুযোগ পাচ্ছেন। ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার কথা বিবেচনায় রেখে এক্সে কারা অডিও ও ভিডিও কল করতে পারবেন, তা নির্ধারণের সুযোগও চালু রয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে তা নির্ধারণ করা যায়।

প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে এক্স অ্যাপে যেতে হবে। এরপর নিচে থাকা অপশনের মধ্যে ডানে থাকা মেসেজ আইকনে ট্যাপ করতে হবে। পরের পেজে মেসেজ বক্স দেখা যাবে। সেই পেজের ওপরে ডানদিকে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। পরবর্তী পেজে স্ক্রল করে অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও কলস ফ্রম অপশন দেখা যাবে। এর নিচে প্রদর্শিত পিপল ইন ইওর অ্যাড্রেস বুক, পিপল ইউ ফলো ও ভেরিফায়েড ইউজার—অপশন নির্বাচন করা যাবে। ব্যবহারকারী চাইলে শুধু একটি বা সব কটি অপশনই নির্বাচন করতে পারবেন। কাঙ্ক্ষিত অপশনের পাশে থাকা বক্সে ট্যাপ করে অপশনটি নির্বাচন করা যাবে। পিপল ইন ইউর অ্যাডড্রেস বুক অপশন নির্বাচন করলে অ্যাডড্রেস বুক এ থাকা অ্যাকাউন্ট থেকে অডিও ও ভিডিও কল আসবে। পিপল ইউ ফলো অপশন নির্বাচন করলে যাঁদের এক্স এ অনুসরণ করা হয়েছে, শুধু তাঁরাই অডিও ও ভিডিও কল করতে পারবেন। আর ভেরিফায়েড ইউজারস অপশন নির্বাচন করলে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারকারীরা অডিও ও ভিডিও কল করতে পারবেন।

সূত্র: টুইটার ডটকম