কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর নকল করে অর্থ সংগ্রহসহ বিভিন্ন ধরনের প্রতারণা করছে একদল প্রতারক। এ জন্য প্রথমে এআইয়ের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর নকল করে সেই ব্যক্তির আত্মীয় বা পরিচিতদের কাছে জরুরি সাহায্য চেয়ে ফোনকল করে তারা। ফোনের অপর প্রান্তে পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর শুনে ঘটনার সত্যতা যাচাই না করেই দ্রুত অর্থ পাঠিয়ে দেন অনেকে। শুধু তাই নয়, ব্যক্তিগত বিভিন্ন তথ্যও দেন কেউ কেউ, যা কাজে লাগিয়ে পরে ব্ল্যাকমেইলসহ বিভিন্ন ধরনের প্রতারণা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল কণ্ঠের ফোনকল থেকে নিরাপদ থাকার কৌশল জেনে নেওয়া যাক—
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো ব্যক্তির কণ্ঠস্বর নকল করা হলে কিছুটা অস্বাভাবিকতা থেকেই যায়। তাই সাধারণ মানুষের কণ্ঠস্বরের তুলনায় নকল কণ্ঠস্বরের উচ্চারণ কিছুটা রোবটের মতো হয়ে থাকে। ফলে কথা বলার সময় বেশ কিছু শব্দের উচ্চারণ অস্বাভাবিকভাবে শোনা গেলে সতর্ক হতে হবে। এআই দিয়ে তৈরি নকল কণ্ঠের ফোনকলে কথা বলার সময় এমন জায়গায় বিরতি নেওয়া হয়, যা সাধারণত কোনো মানুষ করে না। ফোনকলে এসব ত্রুটি থাকলে বুঝতে হবে কণ্ঠস্বরটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
অপরিচিত ফোন নম্বর থেকে অসময়ে যদি অনাকাঙ্ক্ষিত ফোনকল আসে, তবে সতর্ক হতে হবে। প্রতারকেরা সাধারণত গভীর রাত বা ভোরে আত্মীয় বা পরিচিতদের কণ্ঠস্বর নকল করে প্রতারণা করার চেষ্টা করে থাকে। তাই অপরিচিত নম্বর থেকে অসময়ে প্রিয়জনের কণ্ঠস্বর শুনলে সাবধান হতে হবে।
নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর নকল করে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য সাধারণত আত্মীয় বা পরিচিতদের কাছে জরুরি পরিস্থিতির কথা বলে সাহায্য চাওয়া হয়। সমস্যা সমাধানে দ্রুত অর্থ পাঠানোরও অনুরোধ করা হয়ে থাকে। ফলে আত্মীয় বা পরিচিতদের পক্ষে সব সময় তথ্য যাচাই করা সম্ভব হয় না। তাই আত্মীয় বা পরিচিতদের কণ্ঠস্বরে কেউ ফোন করলেও তাদের কথামতো দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।
অর্থ সংগ্রহের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয় বিভিন্ন তথ্যও ভুয়া ফোনকলের মাধ্যমে চুরি করছে প্রতারকেরা। তাই পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর শুনে ফোনে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ব্যক্তিগত গোপনীয় কোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।
সূত্র: গ্যাজেটস নাউ