হোয়াটসঅ্যাপে অনেকেই গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন। এসব তথ্য বা ছবি অন্য কেউ দেখলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। এ সমস্যা সমাধানে সম্প্রতি চ্যাট লক নামে নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে অনলাইনে ফোনকল করার ও বার্তা পাঠানোর অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই আঙুলের ছাপ ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা তথ্য লক করে রাখতে পারেন। ফলে অন্য কেউ ফোন ব্যবহার করলেও সেই বার্তা বা ছবি দেখতে পারে না। হোয়াটসঅ্যাপে চ্যাট লক করার পদ্ধতি দেখে নেওয়া যাক—
হোয়াটসঅ্যাপে চ্যাট লক সুবিধা চালুর জন্য প্রথমে চ্যাট বক্স থেকে নির্দিষ্ট ব্যক্তির নাম ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে চ্যাট লক অপশন নির্বাচনের পর ‘লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট’ টগলে চাপ দিয়ে আঙুলের ছাপ দিতে হবে। চ্যাট লক হয়ে যাওয়ার পর চ্যাটটি ‘লকড চ্যাটস’ অপশনে পাওয়া যাবে। চ্যাট আনলক করতে একইভাবে চ্যাটে থাকা ব্যক্তির নাম ট্যাপ করে পরবর্তী পেজের চ্যাট লক অপশন নির্বাচন করতে হবে। এবার ‘লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট’ টগলে চাপ দিয়ে আঙুলের ছাপ দিলেই লক করা বার্তাগুলো আবারও দেখা যাবে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে শুধু ব্যক্তিগত চ্যাট লক করা যায়, গ্রুপ ও কমিউনিটিজ চ্যাট লক করা যায় না।