ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নানা ধরনের নিরাপত্তা সেবা রয়েছে ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের। অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে কি না এমন তথ্য জানা যায় ইনস্টাগ্রামের ‘সিকিউরিটি চেকআপ’ সুবিধা ব্যবহার করে। সিকিউরিটি চেকআপ ব্যবহার করে লগইন, প্রোফাইলের বিভিন্ন তথ্য দেখা, লগইন তথ্য যাচাই ও অ্যাকাউন্ট রিকভারি কন্ট্যাক্ট ডিটেইলস হালনাগাদ করা যায়। দেখে নেওয়া যাক কীভাবে সিকিউরিটি চেকআপ সুবিধা ব্যবহার করা যায়।
প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে। নিচের দিকে ডান অংশে প্রোফাইল ইমেজে ট্যাপ করে প্রোফাইল পাতায় যেতে হবে। সেখানে ওপরের দিকে তিন লাইন মেনু বাটনে ট্যাপ করে অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করতে হবে।
পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ট্যাপ করে স্ক্রল করে নিচে থাকা সিকিউরিটি চেকআপে ট্যাপ করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এখানে পাসওয়ার্ড, ই–মেইল, ফোন নম্বর এবং টু ফ্যাক্টর অথেনটিফিকেশন খুঁজে পাওয়া যাবে। পাসওয়ার্ড ট্যাবে গিয়ে শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে পারেন। ই–মেইল ট্যাব থেকে অ্যাকাউন্টের ই–মেইল ঠিকানা হালনাগাদ করা যাবে। একইভাবে ফোন নম্বরও হালনাগাদ করা যাবে। টু ফ্যাক্টর অথেনটিফিকেশন অপশন থেকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা যাবে।
সূত্র: ইনস্টাগ্রাম ডটকম