গুগল ম্যাপস
গুগল ম্যাপস

গুগল ম্যাপসে থাকা ভুল ঠিকানা সংশোধন করবেন যেভাবে

সহজে গন্তব্যে পৌঁছাতে বা অচেনা জায়গার ঠিকানা দেখার জন্য অনেকেই গুগল ম্যাপস ব্যবহার করেন। তবে অনেক সময় নির্দিষ্ট স্থানের ঠিকানা ভুল দেখিয়ে থাকে গুগল ম্যাপস। গুগল ম্যাপসে দেখানো ভুল ঠিকানা সহজেই সংশোধন করা যায়। ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া সুপারিশ পর্যালোচনা করে পরে নির্দিষ্ট ঠিকানায় থাকা ভুল তথ্য সংশোধন করে দেয় গুগল। গুগল ম্যাপসে থাকা ভুল ঠিকানা সংশোধন করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

 গুগল ম্যাপসে থাকা ঠিকানা সংশোধনের জন্য কম্পিউটার থেকে গুগল ম্যাপস চালু করে ওপরে থাকা সার্চবারে যে স্থানের ঠিকানা সংশোধন করতে হবে, সেটির নাম লিখতে হবে। এরপর স্থানটির অবস্থানগত তথ্য দেখাবে গুগল ম্যাপস। সেখানে ক্লিক করলে একটি পপআপ বক্স দেখা যাবে। সেই বক্সের নিচে থাকা ‘সাজেস্ট অ্যান্ড এডিট’ অপশন নির্বাচন করলেই পুনরায় একটি পপআপ বক্স দেখা যাবে। এবার ‘চেঞ্জ নেম অর আদার ডিটেইলস’ অপশন নির্বাচন করলে পরের পৃষ্ঠায় স্থানটির নাম, ঠিকানা ও যোগাযোগের বিভিন্ন তথ্য দেখা যাবে। এরপর অ্যাড্রেস বক্সে সঠিক ঠিকানা লিখে লোকেশন পিন পয়েন্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।