ফেসবুকের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করবেন যেভাবে

ফেসবুক
ছবি: রয়টার্স

ব্যবহারকারীদের আগ্রহ ও চাহিদা বুঝে বিজ্ঞাপন প্রচার করে ফেসবুক। এ জন্য ব্যবহারকারীর অবস্থানসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস নিয়মিত সংগ্রহ করে মেটার মালিকানাধীন অ্যাপটি। তবে ব্যবহারকারীরা চাইলেই ফেসবুকের অনলাইন অ্যাকটিভিটি সুবিধা ব্লক করে তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখতে পারেন। অনলাইন অ্যাকটিভিটি সুবিধা বন্ধ থাকলে ব্যবহারকারীদের অবস্থানসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে না ফেসবুক। ফেসবুকের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করার পদ্ধতি দেখে নেওয়া যাক—

ফেসবুকের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করার জন্য প্রথমে ফেসবুক ফিডের ডান দিকে ওপরের অংশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে সেটিংস ট্যাপ করতে হবে। এবার ইউর ইনফরমেশন অপশনের নিচে থাকা ‘অফ ফেসবুক অ্যাকটিভিটি’ ট্যাপের পর কনটিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি ট্যাপ করে ‘ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি’ অপশন নির্বাচন করতে হবে। এবার কনটিনিউ বাটনে ট্যাপ করে ‘ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি’ নির্বাচন করলেই নির্দিষ্ট অ্যাকাউন্টে ফেসবুকের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ হয়ে যাবে।