সহজে বার্তা বা ছবি আদান-প্রদানের সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকে। ফলে হোয়াটসঅ্যাপে অসংখ্য ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট থাকে। কোনো কোনো ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট বা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট হয়ে থাকে। ফলে এসব চ্যাটবক্স সহজে খুঁজে পাওয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেকের সঙ্গে চ্যাট করলে গুরুত্বপূর্ণ চ্যাটবক্সও ক্রম অনুসারে নিচে চলে যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করেই গুরুত্বপূর্ণ চ্যাটবক্স খুঁজে পেতে সেই চ্যাটবক্স পিন করে রাখা যায়৷ দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটবক্স পিন করে রাখা যায়।
স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ চ্যাটবক্স পিন করতে হবে সেটি ট্যাপ করে ধরে রাখতে হবে। এবার ওপরের অপশন থেকে পিন আইকনটি ট্যাপ করতে হবে। চ্যাটবক্স পিন হওয়ার একটি বার্তা পপআপ আকারে প্রদর্শিত হবে। এরপর পিন করা চ্যাটবক্সটি ক্রম অনুসারে হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সের মধ্যে সবার ওপরে পাওয়া যাবে। এভাবে একাধিক চ্যাটবক্স পিন করে রাখার সুযোগ মিলবে। হোয়াটসঅ্যাপ চ্যাটবক্স প্রয়োজনে আনপিনও করা যাবে। আনপিন করতে পিন করা হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সটি ট্যাপ করে ধরে রাখতে হবে। এরপর ওপরে প্রদর্শিত অপশন থেকে ক্রস পিন আইকনে ট্যাপ করতে হবে।