ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাপে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, অর্থাৎ চ্যাট–সুবিধাও রয়েছে। কখনো ভুলবশত কারও কাছে ভিন্ন বার্তা চলে যাওয়ার শঙ্কা থাকে। তবে ইনস্টাগ্রাম অ্যাপের চ্যাট–সুবিধায় ব্যবহারকারী চাইলেই পাঠানো বার্তা মুছে ফেলতে পারেন। মুছে ফেলা বার্তা প্রাপকও দেখতে পারেন না, দেখে নেওয়া যাক তা কীভাবে।
প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে যেতে হবে। এরপর ওপরে ডান দিকে থাকা মেসেজ আইকনে ট্যাপ করে মেসেজ চালু করুন। সেখান থেকে যাকে পাঠানো বার্তা মুছে ফেলতে হবে, তার চ্যাটবক্সে যেতে হবে। পাঠানো বার্তা ট্যাপ করে ধরে রাখতে হবে। এরপর পপআপে প্রদর্শিত ‘আনসেন্ড’ বাটনে ট্যাপ করলে বার্তাটি মুছে যাবে। এ বার্তা প্রাপকও আর দেখতে পারবেন না।
কম্পিউটার থেকে ইনস্টাগ্রামে পাঠানো বার্তা মুছে ফেলতে প্রথমে ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে যেতে হবে। এরপর বাঁ দিকে স্ক্রল করে মেসেজ আইকনে ক্লিক করে চ্যাট চালু করতে হবে। যাঁকে পাঠানো বার্তা মুছে ফেলতে হবে, তাঁর চ্যাটবক্সে যেতে হবে। মুছে ফেলতে চাওয়া বার্তাটির পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে আনসেন্ড নির্বাচন করতে হবে। এভাবে পাঠানো বার্তা মুছে যাবে এবং এটি প্রাপকও আর দেখতে পারবেন না।
সূত্র: টেক্লুসিভ