গুগল ম্যাপসে গন্তব্যের পথনির্দেশনা, রাস্তার যানজটের হালনাগাদ তথ্য দেখার পাশাপাশি ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা তৈরি করে অন্যদের পাঠানো যায়। এর ফলে দলগত ভ্রমণের সময় নির্দিষ্ট স্থান থেকে অন্য ব্যক্তিরা দলের সঙ্গে যুক্ত হতে পারেন। এমনকি চাইলে তারাও গুগল ম্যাপসে নতুন গন্তব্যের তথ্য যুক্ত করতে পারেন। ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা গুগল ম্যাপসে যুক্ত করে অন্যদের পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।
ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা গুগল ম্যাপসে যুক্ত করার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবি বা নামে ট্যাপ করতে হবে। এরপর পপআপ বক্সে থাকা ‘সেভড’ অপশনে ক্লিক করে ‘নিউ লিস্ট’ নির্বাচন করতে হবে। এবার গন্ত্যবের নাম, বর্ণনা ও আইকন নির্বাচন করে ওপরে থাকা ‘সেভ’ বাটনে ক্লিক করলেই লিস্ট অপশন দেখা যাবে। এরপর নিচে থাকা ‘অ্যাড’ অপশনে ক্লিক করে পরের পৃষ্ঠার সার্চ বক্সে পছন্দের স্থান নির্বাচন করলে সেটি গন্তব্যের তালিকায় যুক্ত হয়ে যাবে। একইভাবে গুগল ম্যাপসের সার্চ বারে নির্দিষ্ট স্থানের নাম লেখার পর প্রদর্শিত অপশন থেকে ‘সেভ’ বাটনে ক্লিক করে ‘ডান’ বাটন ট্যাপ করলেই গুগল ম্যাপসে ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা তৈরি হয়ে যাবে।
ভ্রমণসঙ্গীদের ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা পাঠানোর জন্য ‘সেভড’ অপশন থেকে ‘লিস্ট’–এ প্রবেশ করতে হবে। এরপর ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘শেয়ারিং অপশনস’ থেকে ‘শেয়ারড অপশন’ নির্বাচন করতে হবে। এবার নিচে থাকা ‘ইনভাইট এডিটরস’ ট্যাবে ক্লিক করে ভ্রমণসঙ্গীদের কাছে ই–মেইল, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্রমণের সম্ভাব্য স্থানের তালিকা পাঠানো যাবে।