সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আঘাত থেকে স্মার্টফোন রক্ষা করতে অনেকেই ফোন কেস ব্যবহার করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে কেসে ময়লা জমে, হলদেটে ভাব আসে এবং ধূসর হয়ে যায়। বিভিন্ন রং বা নকশার তুলনায় স্বচ্ছ কেসের ক্ষেত্রে এ সমস্যা বেশি হয়ে থাকে। তবে চাইলেই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে সহজেই পুরোনো স্বচ্ছ ফোন কেস পরিষ্কার করা সম্ভব। স্বচ্ছ ফোন কেস পরিষ্কার করার তিনটি পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।
ডিশ সোপ
ডিশ সোপ ব্যবহার করে ফোন কেস পরিষ্কার করা খুবই কার্যকর। এ জন্য একটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা ডিশ সোপ মিশিয়ে ফেনাযুক্ত মিশ্রণ তৈরি করতে হবে। এরপর একটি নরম টুথব্রাশ দিয়ে কেসের প্রতিটি কোনা ও ফাঁকফোকর আলতো করে ঘষতে হবে। কেসের বোতাম ও পোর্টের চারপাশেও ঘষতে হবে। পরিষ্কারের সময় কেসটি বারবার পানিতে ডুবিয়ে নিতে হবে, যাতে জমে থাকা ময়লা আলাদা হয়ে যায়। পরিষ্কার করার পর কেসটি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে কেসটি মুছে নিয়ে শুকানোর পর ফোনে যুক্ত করতে হবে।
বেকিং সোডা
বেকিং সোডা ব্যবহার করে স্বচ্ছ ফোন কেস থেকে সহজেই হলদেটে ভাব দূর করা যায়। এ জন্য প্রথমে একটি তোয়ালের ওপর খালি ফোন কেস রেখে এক পাশে পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিতে হবে। এরপর একটি ভেজা টুথব্রাশ দিয়ে বেকিং সোডা ধীরে ধীরে ঘষতে হবে। বিশেষ করে যেখানে দাগ বেশি, সেসব স্থানে বৃত্তাকারে ঘষতে হবে। ঘষা শেষ হলে কেসটি ভালোভাবে পানিতে ধুয়ে ফেলতে হবে। একই পদ্ধতিতে কেসের অন্য পাশ পরিষ্কার করতে হবে। সবশেষে একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে কেসটি মুছে শুকিয়ে ফোনে যুক্ত করতে হবে।
ভিনেগার
ভিনেগার দিয়ে পরিষ্কার করার পদ্ধতিও খুবই কার্যকর। এ জন্য প্রথমে একটি পাত্রে ফোন কেসটি সম্পূর্ণ ডুবিয়ে রাখতে হবে। এরপর কেসটির ওপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে দেওয়ার পর এক কাপ সাদা ভিনেগার ধীরে ধীরে ঢালতে হবে। এতে কিছুক্ষণের জন্য ফেনা তৈরি হবে। এরপর কেসটি পাত্রে দুই ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। দুই ঘণ্টা পর কেসটি পাত্র থেকে বের করে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।
সূত্র: টমসগাইড ডট কম