গুগল চ্যাটের মাধ্যমে জিমেইলে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদান করা যায়। ফলে অনেকেই বিভিন্ন মেসেজিং অ্যাপের আদলে গুগল চ্যাটের মাধ্যমে নিয়মিত তথ্য আদান-প্রদান করে থাকেন। গুগল চ্যাটের স্মার্ট কম্পোজ সুবিধা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত বাক্য লেখার পাশাপাশি বানানও শুদ্ধভাবে লেখা যায়। গুগল চ্যাটের স্মার্ট কম্পোজ সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
গুগল চ্যাটের স্মার্ট কম্পোজ সুবিধা ব্যবহারের জন্য কম্পিউটার থেকে জিমেইলে প্রবেশ করে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এরপর ‘সি অল সেটিংস’ নির্বাচন করে ওপরে প্রদর্শিত অপশন থেকে ‘চ্যাট অ্যান্ড মিট’ ট্যাবে ক্লিক করতে হবে। এবার ‘ম্যানেজ চ্যাট সেটিংস’ অপশনে ক্লিক করে ‘স্মার্ট কম্পোজ’–এর নিচে থাকা টিক বক্স চিহ্নিত করতে হবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে গুগল চ্যাটের স্মার্ট কম্পোজ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে গুগল চ্যাট অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে সেটিংস অপশন নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘জেনারেল’ অপশনের নিচে থাকা ‘স্মার্ট কম্পোজ’ টগল চালু করতে হবে।