টিপস

গুগলের অবস্থান শনাক্তকরণ সুবিধা বন্ধ করবেন যেভাবে

গুগল অ্যাকাউন্টের অ্যাকটিভিটি কন্ট্রোল সুবিধা
ছবি: স্ক্রিনশট

প্রতিদিন আপনি গুগলে কী খুঁজছেন বা খোঁজার চেষ্টা করছেন, তার সব তথ্যই জমা থাকে গুগলের কাছে। এমনকি ম্যাপসসহ গুগলের যেকোনো সুবিধা চালু করলেই ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করতে পারে গুগল। গুগলের এ অবস্থান শনাক্তকরণ সুবিধা সাধারণত বন্ধ থাকে। তবে অনেক সময় অন্য কোনো ব্যবহারকারী আপনার যন্ত্রে সুবিধাটি চালু করতে পারে। চালু থাকলেও চিন্তার কিছু নেই, খুব সহজেই গুগলের অবস্থান শনাক্তকরণ সুবিধা বন্ধ করা যায়।

গুগলের অবস্থান শনাক্তকরণ সুবিধা বন্ধ করার জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ঠিকানায় প্রবেশ করে অ্যাকটিভিটি কন্ট্রোল সুবিধা চালু করতে হবে। এরপর লোকেশন হিস্টরি অপশনে থাকা টার্ন অফ বাটনে ট্যাপ করলেই একটি পপআপ চালু হবে। সেখান থেকে নিচে স্ক্রল করে পস বাটন ক্লিক করতে হবে।