মার্ক জাকারবার্গের অ্যাভাটার
মার্ক জাকারবার্গের অ্যাভাটার

টিপস

ইনস্টাগ্রাম রিলসে নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির উপায়

সর্বোচ্চ ৯০ সেকেন্ডের ভিডিও ধারণ করে পোস্টের সুযোগ থাকায় ইনস্টাগ্রাম রিলস বেশ জনপ্রিয়। ব্যবহারকারীদের নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) তৈরি করে রিলস ভিডিওতে ব্যবহারের সুযোগ দিয়ে থাকে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি। এসব অ্যাভাটার চাইলে ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ, স্টোরিজ অপশনেও ব্যবহার করা যাবে।

ইনস্টাগ্রাম রিলসে নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালুর পর বাঁ দিকে সোয়াইপ করে রিল ট্যাবে প্রবেশ করতে হবে। এবার রিল ট্যাব থেকে ভিডিও রেকর্ড, সম্পাদনার পর ডান দিকে থাকা স্টিকার বাটনে ট্যাপ করতে হবে। এখান থেকে অ্যাভাটার অপশনে প্রবেশ করে কাঙ্ক্ষিত রিঅ্যাকশন অপশন নির্বাচন করতে হবে। এরপর ট্যাগ ও লোকেশন নির্বাচনের পর ক্যাপশন লিখে শেয়ার বাটনে ক্লিক করলেই রিলস ভিডিওতে দেখা যাবে থ্রি–ডি অ্যাভাটার।