কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জেমিনি চ্যাটবট ব্যবহার করে তথ্য অনুসন্ধানসহ ই–মেইল ও নিবন্ধ লিখে নেওয়া যায়। চাইলে জেমিনি ব্যবহার করে ই–মেইলের পাশাপাশি বিভিন্ন লেখা সম্পাদনাও করা যায়। গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লেখার পদ্ধতি দেখে নেওয়া যাক।
জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লেখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল মেসেজেস অ্যাপে প্রবেশ করলেই ওপরে জেমিনি চ্যাটবটের আইকন দেখা যাবে। এরপর জেমিনি আইকনে ট্যাপ করলেই মেসেজেস অ্যাপে একটি চ্যাটবক্সে স্বয়ংক্রিয়ভাবে জেমিনি চ্যাটবট চালু হবে। এবার চ্যাটবক্সে প্রয়োজনীয় কাজের প্রম্পট লিখলে তাৎক্ষণিক সেই কাজ করে দেবে জেমিনি। সাধারণত আনুষ্ঠানিক বার্তা বা খুদে বার্তার খসড়া লিখে নিতে এ সেবা ব্যবহার করা যায়। পরবর্তী সময়ে জেমিনির লিখে দেওয়া খসড়া সম্পাদনাও করা যাবে।
প্রসঙ্গত, গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবট ব্যবহার করতে অবশ্যই হালনাগাদ করা গুগল মেসেজেস অ্যাপ ব্যবহার করতে হবে এবং অ্যাপে আরসিএস মেসেজিং সুবিধা চালু রাখতে হবে।