ক্রোম ব্রাউজার
ক্রোম ব্রাউজার

ক্রোম ব্রাউজার নিরাপদে ব্যবহারের পাঁচ কৌশল

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৬৫ শতাংশই গুগলের তৈরি ব্রাউজারটি ব্যবহার করেন। তাই সাইবার অপরাধীরা ক্রোম ব্রাউজার লক্ষ্য করে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে। তবে ব্যবহারকারীরা চাইলেই বেশ কিছু কৌশল অনুসরণ করে নিরাপদে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। ক্রোম ব্রাউজার নিরাপদে ব্যবহারের কৌশলগুলো দেখে নেওয়া যাক—

ব্রাউজারে থাকা তথ্য নিয়মিত মুছে ফেলা
কোনো ওয়েবসাইট খুললেই সেটির ঠিকানা থেকে শুরু করে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন তথ্য নিয়মিত সংগ্রহ করে ক্রোম ব্রাউজার। এসব তথ্য সাইবার অপরাধীদের কাছে খুবই লোভনীয় হওয়ায় তারা বিভিন্ন কৌশলে ক্রোম ব্রাউজার থাকা তথ্য সংগ্রহের চেষ্টা করতে থাকে। তাই নিরাপদ থাকতে ব্রাউজারে থাকা ক্যাশ, কুকিজ ও হিস্ট্রি নির্দিষ্ট সময় পর পর মুছে ফেলতে হবে।

বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার থেকে বিরত থাকা
পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে ক্রোম ব্রাউজারে বিভিন্ন অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা যায়। তবে পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমেও পাসওয়ার্ড চুরি হতে পারে। এ জন্য বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন নিয়ন্ত্রণ
ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাসসহ বিভিন্ন তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে গুগল। এসব তথ্য পর্যালোচনা করে পরে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখিয়ে থাকে প্রতিষ্ঠানটি। কিন্তু ইন্টারনেট ব্যবহারের ইতিহাস পর্যালোচনা করে দেখানো বিজ্ঞাপনগুলো কারণে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে। সমস্যা সমাধানে ক্রোম ব্রাউজারের সেটিংসের ‘অ্যাড প্রাইভেসি’ অপশন থেকে ‘অ্যাড টপিকস, সাইট সাজেস্টেড অ্যাডস এবং অ্যাড ম্যাজারমেন্ট’ সুবিধা নিষ্ক্রিয় করে রাখতে হবে।

এক্সটেনশন ব্যবহারে সতর্ক থাকা
ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করেন। তবে ভুয়া ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে থাকে সাইবার অপরাধীরা। সংগ্রহ করা তথ্যগুলো বিক্রি করার পাশাপাশি গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থও চুরি করে তারা। তাই ক্রোম ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ব্যবহারে সতর্ক থাকতে হবে। তবে চাইলে গুগল, মাইক্রোসফট, বিটওয়ার্ডেনের মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানের তৈরি এক্সটেনশন ব্যবহার করা যেতে পারে।

এনহ্যান্সড সেফ ব্রাউজিং সুবিধা ব্যবহার
ব্যবহারকারীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ নামে একটি নিরাপত্তাসুবিধা রয়েছে ক্রোম ব্রাউজারে। এ সুবিধা চালু থাকলে ব্যবহারকারীরা সন্দেহজনক বা ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলেই সতর্ক করে ক্রোম ব্রাউজার। এমনকি ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ থেকেও ব্যবহারকারীকে রক্ষা করে। ক্রোম ব্রাউজারের সেটিংসে প্রবেশ করে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ থেকে ‘সেফ ব্রাউজিং’ অপশনে ক্লিক করে ‘এনহ্যান্সড প্রটেকশন’ সুবিধা চালু করা যায়।