ফেসবুকে করা মন্তব্য বা প্রতিক্রিয়ার ইতিহাস মুছবেন যেভাবে

ফেসবুক পোস্ট
 রয়টার্স

বন্ধুদের পোস্ট করা বার্তায় মন্তব্য বা প্রতিক্রিয়া দেখালেই সেগুলোর ইতিহাস ‘অ্যাকটিভিটি লগ’-এ সংরক্ষণ করে রাখে ফেসবুক। তবে চাইলে এসব তথ্য ফেসবুক থেকে মুছে ফেলা যায়। মন্তব্য বা প্রতিক্রিয়ার ইতিহাস মুছে ফেলার জন্য Settings & Privacy মেন্যুতে ক্লিক করে আবার Settings মেন্যু চাপতে হবে। একটু নিচে এসে Your Information বিভাগের নিচে থাকা Activity Log মেন্যুতে ক্লিক করলেই বিভিন্ন অপশন দেখা যাবে।

নিজের করা মন্তব্যগুলো দেখার জন্য comments ট্যাবে ক্লিক করতে হবে। এবার যে মন্তব্য মুছতে হবে, সেটির ডান পাশের কোনায় থাকা তিন লাইন আইকনে ক্লিক করে Delete অপশন চাপতে হবে। একইভাবে Likes and reactions ট্যাবে ক্লিক করে লাইক এবং মন্তব্য মুছে ফেলা যাবে। একই পদ্ধতিতে ফেসবুকে দেখা ভিডিওর তথ্য বা সার্চ ইতিহাসও মুছে ফেলা যাবে।