গুগল ফটোজে থাকা ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়
গুগল ফটোজে থাকা ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়

গুগল ফটোজের ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন যেভাবে

গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা ‘গুগল ফটোজ’ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। শুধু তা–ই নয়, সংরক্ষণ করা ছবি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যমে আদান-প্রদানের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত গুগল ফটোজে থাকা ছবি দিয়ে ভিডিও তৈরি করেন। গুগল ফটোজে থাকা ছবি দিয়ে ভিডিও তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

ছবি দিয়ে ভিডিও তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করে নিচে থাকা ‘লাইব্রেরি’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ইউটিলিটিজ’ অপশন ট্যাপ করে নিচে থাকা ‘হাইলাইট ভিডিও’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘নেক্সট’ বাটনে ট্যাপ করে ‘গেট স্টার্টেড’ অপশন ক্লিক করতে হবে। এরপর ‘অর সিলেক্ট ফটোজ’ ট্যাপ করে পছন্দের ছবিগুলো নির্দিষ্ট করে ‘ক্রিয়েট’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করে ‘মিউজিক’ আইকনে ট্যাপ করার পর পছন্দের গান নির্বাচন করতে হবে। এরপর ‘বক্স’ আইকন থেকে ভিডিওর অনুপাত নির্দিষ্ট করে ‘সেভ’ অপশন ট্যাপ করলেই গুগল ফটোজ গ্যালারিতে নতুন ভিডিও তৈরি হয়ে যাবে।