গুগল ট্রান্সলেট ব্যবহার করে ছবিতে থাকা লেখা অন্য ভাষায় পড়া যায়
গুগল ট্রান্সলেট ব্যবহার করে ছবিতে থাকা লেখা অন্য ভাষায় পড়া যায়

ছবিতে থাকা লেখা অনুবাদ করবেন যেভাবে

গুগল ট্রান্সলেট ব্যবহার করে এক ভাষার লেখা অন্য ভাষায় সহজে অনুবাদ করা যায়। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ছবিতে থাকা অন্য ভাষার লেখাও অনুবাদের প্রয়োজন হয়। গুগল ট্রান্সলেটের লেন্স সুবিধা ব্যবহার করে চাইলে ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করে পড়া সম্ভব। গুগল ট্রান্সলেটের মাধ্যমে ছবিতে থাকা লেখা অনুবাদের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ছবিতে থাকা লেখা অনুবাদের জন্য প্রথমে গুগল ট্রান্সলেট অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ছবিতে থাকা লেখার ভাষা এবং কাঙ্ক্ষিত ভাষা নির্বাচনের পর ক্যামেরা আইকনে ট্যাপ করে ফোন বা কম্পিউটার থেকে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে ছবির সব লেখা অনুবাদ হয়ে যাবে।