পারিবারিক অনুষ্ঠান, ছুটিতে ঘুরে বেড়ানোসহ দৈনন্দিন বিভিন্ন আয়োজনের ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করেন অনেকেই। আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য কেউ আবার বিভিন্ন অ্যাপ বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের মাধ্যমে ছবি সম্পাদনা করেন। এমনকি ছবির পটভূমি পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির ছবি জুড়ে দিয়ে ভুয়া ছবিও তৈরি করেন কেউ কেউ। এসব ছবি কাজে লাগিয়ে প্রতারণার ঘটনাও ঘটছে। নিরাপদ থাকতে সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করা ছবি শনাক্তের পদ্ধতি জেনে নেওয়া যাক—
অ্যাপ বা এআই টুলের মাধ্যমে ছবি সম্পাদনা বা পরিবর্তন করা হয়েছে কি না, তা জানতে প্রথমেই ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুর আশপাশের অংশ ভালোভাবে খেয়াল করতে হবে। ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুর অবস্থান ও গড়নের সঙ্গে আশপাশের পরিবেশের অস্বাভাবিকতা থাকলে বুঝতে হবে ছবিটি সম্পাদনা করে পরিবর্তন করা হয়েছে। সম্পাদনা করা বেশির ভাগ ছবিতেই ব্যক্তি বা বস্তুর কোণা অসমতল বা অমসৃণ থাকে। খুব সূক্ষ্মভাবে দেখলে এই ত্রুটি শনাক্ত করা সম্ভব।
ছবিতে কোনো ব্যক্তি বা বস্তু নতুন করে যুক্ত করার পর আশপাশের দৃশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আনতে সাধারণত সেই অংশকে ব্লেন্ড করা হয়। ব্লেন্ড করার ফলে সেই অংশ ছবির অন্যান্য অংশের চেয়ে কিছুটা ঝাপসা দেখা যায়। যা সূক্ষ্মভাবে খেয়াল করলে শনাক্ত করা সম্ভব।
নতুন কোনো ব্যক্তি বা বস্তুর ছবি যুক্ত করলে বেশির ভাগ সময়ই ছবির মূল পটভূমির সঙ্গে কিছুটা অসামঞ্জস্যতা তৈরি হয়। এ জন্য ছবিতে থাকা ব্যক্তির পেছনের দৃশ্য, আশপাশের গাছ, ফুল, প্রাণীর আকার ও রং ঠিক আছে কি না, তা ভালোভাবে দেখতে হবে।
ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুর ওপর পড়া আলো এবং ছায়া পরীক্ষা করেও ছবি সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে কি না, তা জানা সম্ভব। ছায়া সাধারণত আলোর উৎসের সঙ্গে সারিবদ্ধ হয়ে থাকে এবং বস্তুর আকারের সঙ্গে ছায়ার সাদৃশ্য থাকে। ছবিতে নতুন করে কোনো ব্যক্তি বা বস্তু যুক্ত করলে তা ছবির অন্য অংশের তুলনায় উজ্জ্বল বা অনুজ্জ্বল দেখায়। আর তাই ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুর ওপর পড়া আলো এবং ছায়া সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে।
ছবিতে থাকা ব্যক্তির চেহারা বা বস্তুর অবয়ব ভালোভাবে খেয়াল করলেও সম্পাদনার মাধ্যমে ছবি পরিবর্তন করা হয়েছে কি না, তা জানা যায়। সাধারণত সম্পাদনা করা ছবিতে ব্যক্তি বা বস্তুর অবয়ব বা গড়নের অনুপাতে সামঞ্জস্য থাকে না। আর তাই কোনো ছবির বিষয়ে সন্দেহ হলে সেখানে থাকা ব্যক্তির পোশাকের সঙ্গে চেহারা, হাত ও পায়ের গড়ন এবং অবস্থান ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। খালি চোখে এসব ত্রুটি শনাক্ত করা সম্ভব না হলে ছবি জুম করে দেখতে হবে।
সূত্র: ডেইলি মেইল