ইনস্টাগ্রাম রিলসের মতো ফেসবুকেও চালু হয়েছে নতুন সুবিধা ফেসবুক রিলস। এই সুবিধা কাজে লাগিয়ে যেকোনো ব্যবহারকারী ছোট ছোট ভিডিও বানিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এমনকি এ থেকে আয়ের সুযোগও দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
কিন্তু অনেকেই রিলস নিজের টাইমলাইনে দেখতে চান না। রিলস দেখানো একেবারে বন্ধ করা না গেলেও কিছু পদ্ধতি অনুসরণ করে রিলের প্রদর্শন কমিয়ে আনা যাবে।
কীভাবে?
ফেসবুকের ওয়েব সংস্করণে রিলস সচরাচর দেখা যায় না। তাই আপনি যদি অ্যাপ ছেড়ে ফেসবুকের ওয়েবসাইট নিয়মিত ব্যবহার করেন, তাহলে রিলস দেখা থেকে মুক্তি পাবেন।
এ ছাড়া ফেসবুকের আগের সংস্করণগুলোতে রিলস দেখা যায় না। আইফোন ছাড়া অ্যান্ড্রয়েডের ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিলস দেখা যাবে না।
ফেসবুক অ্যাপ থেকে যখনই রিলস দেখার জন্য টাইমলাইনে কোনো ‘সাজেশন’ আসবে, তখন রিলসের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করুন। এখানে থাকা ‘হাইড’–এ ক্লিক করুন। এভাবে কিছুদিন ধারাবাহিকভাবে হাইড করতে থাকলে ফেসবুকের অ্যালগরিদম ধীরে ধীরে রিলস দেখানো কমাতে থাকবে। কারণ, আপনি ফেসবুকে যা–ই পছন্দ করছেন, ফেসবুকের অ্যালগরিদম আরও বেশি করে আপনাকে সেগুলোই দেখায়।
এ ছাড়া কখনো যদি ফেসবুক রিলস হঠাৎ চালু হয়ে যায়, তাহলে চালু থাকা অবস্থায় রিলসের নিচের তিন ডট আইকনে ক্লিক করুন। মেনু থেকে ‘হাইড রিল’ অপশন চাপুন। এভাবে যে রিল ভালো লাগবে না, সেটির ক্ষেত্রে একই নিয়মে হাইড করুন। তাহলে ফেসবুকের অ্যালগরিদম আপনার জন্য এটি দেখানো কমিয়ে দিতে থাকবে।