টিকটকের ভিডিও নামাবেন যেভাবে

টিকটক
টিকটক ভিডিও ডাউনলোড করুন

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশ করা যায় বলে তরুণ-তরুণীদের কাছে বর্তমানে খুবই জনপ্রিয় টিকটক। অ্যাপটিতে ব্যবহারকারী লাইভ-সুবিধা কাজে লাগিয়ে ফলোয়ার বা অনুসারীদের জন্য সরাসরি ভিডিও প্রচার করতে পারেন। আর কেউ যদি কোনো পছন্দের ভিডিও নিজের ইলেকট্রনিকস যন্ত্রে সংরক্ষণ করতে চান, তার ব্যবস্থাও আছে অ্যাপটিতে। টিকটকের ‘সেভ ভিডিও’র সুবিধা কাজে লাগিয়ে খুব সহজেই ভিডিও সংরক্ষণ করা যায়।

সেভ ভিডিও সুবিধা কাজে লাগিয়ে ভিডিও নামিয়ে (ডাউনলোড করা) রাখলে পোস্টদাতা ভিডিওটি মুছে ফেললে, টিকটক কর্তৃপক্ষ সেটি মুছে বা শব্দ ছেঁটে ফেললেও পরবর্তী সময় তা দেখা যাবে। তবে সব ভিডিও নামানো যায় না। কারণ, কিছু ভিডিওর ক্ষেত্রে নির্মাতা ডাউনলোডের অনুমতি দেন না। সে ক্ষেত্রে সেভ ভিডিও অপশনটি পাওয়া যাবে না।

টিকটক ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয়

* টিকটক অ্যাপ খুলুন।
* যে ভিডিও সেভ করতে চান, সেটি চালু করুন।
* এবার পর্দার বাঁ পাশের তির চিহ্নটি চাপুন।
* ভিডিওটি সংরক্ষণ করতে নিম্নমুখি তির (ডাউনলোডের চিহ্ন), যেখানে ‘সেভ

ভিডিও’লেখা, তাতে চাপ দিন। এবার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

সূত্র : ম্যাশেবল