গুগল মেসেজেস অ্যাপের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে স্মার্টফোনে বার্তা আদান-প্রদান করা যায়
গুগল মেসেজেস অ্যাপের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে স্মার্টফোনে বার্তা আদান-প্রদান করা যায়

কম্পিউটার থেকে স্মার্টফোনে বার্তা আদান-প্রদান করবেন যেভাবে

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে স্মার্টফোনে নিয়মিত বার্তা আদান-প্রদান করেন অনেকে। তবে বিভিন্ন সময় কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে সময়মতো স্মার্টফোনে অন্যদের পাঠানো বার্তা পড়ার সুযোগ হয়ে ওঠে না। ফলে গুরুত্বপূর্ণ তথ্য অজানা থেকে যায়। চাইলে গুগল মেসেজেস অ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করে কম্পিউটার বা ল্যাপটপ থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে বার্তা আদান-প্রদান করা সম্ভব। কম্পিউটার বা ল্যাপটপ থেকে স্মার্টফোনে বার্তা আদান-প্রদানের পদ্ধতি দেখে নেওয়া যাক।

কম্পিউটার বা ল্যাপটপে গুগল মেসেজেস অ্যাপ ব্যবহারের জন্য প্রথমে ফোনে এসএমএস পাঠানোর ডিফল্ট অ্যাপ হিসেবে গুগল মেসেজেস অ্যাপকে নির্বাচন করতে হবে। এ জন্য ফোনের সেটিংসে গিয়ে অ্যাপস অপশন থেকে ‘চুজ ডিফল্ট অ্যাপস’ ট্যাপ করে এসএমএস অ্যাপ নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় গুগল মেসেজেস নির্বাচন করে কম্পিউটার থেকে এই ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ফোনে গুগল মেসেজেস অ্যাপের ডান দিকের ওপরে থাকা ‘প্রোফাইল নেম’ ট্যাপ করে ‘ডিভাইস পেয়ারিং’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘সুইচ টু কিউআর পেয়ারিং’ অপশনে ক্লিক করে পরের পৃষ্ঠায় থাকা কিউআর কোড স্ক্যানার ট্যাপ করতে হবে। এরপর কম্পিউটারে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করলেই কম্পিউটারের ব্রাউজারে গুগল মেসেজেস অ্যাপ চালু হয়ে যাবে।