অনলাইনে ছবি বা ভিডিও সংরক্ষণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত গুগল ফটোজ অ্যাপ ব্যবহার করেন। ছবি বা ভিডিও সম্পাদনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন টুলও রয়েছে অ্যাপটিতে। গুগল ফটোজের এআই টুলগুলোর মধ্যে অন্যতম ‘ম্যাজিক এডিটর’। এই টুল ব্যবহার করে ছবির নির্দিষ্ট কোনো অংশ মুছে ফেলে অন্য স্থানে বসানো যায়। শুধু তা–ই নয়, চাইলে গ্রুপ ছবি থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ছবিও মুছে ফেলা সম্ভব। গুগল ওয়ান ব্যবহারকারীদের জন্য তৈরি ম্যাজিক ইরেজার টুল ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
ম্যাজিক ইরেজার টুল চালুর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর যে ছবি থেকে নির্দিষ্ট অংশ বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ছবি মুছে ফেলতে হবে, সেটি গ্যালারিতে ট্যাপ করতে হবে। এবার নিচে থাকা এডিট অপশন নির্বাচন করলেই নিচের বাঁ দিকে ম্যাজিক এডিটর আইকন দেখা যাবে। এরপর আইকনটিতে ট্যাপ করে ছবির যে অংশ আলাদা করতে হবে বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ছবি মুছে ফেলতে হবে তা সার্কেল বা ব্রাশ করে নির্বাচনের পর ইরেজ বাটন ট্যাপ করতে হবে। গুগল ওয়ান ব্যবহারকারীদের পাশাপাশি পিক্সেল ফোন থেকেও ম্যাজিক এডিটর টুলটি ব্যবহার করা যাবে।