বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে
বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে

ছুটিতে খালি বাসায় বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে যেসব বিষয় মানতে হবে

শুরু হয়েছে ডিসেম্বর মাস। আর কিছুদিন পর সন্তানের পরীক্ষা শেষ হওয়ার পর দেশ–বিদেশে ঘুরতে যাবেন অনেকেই। তবে ঘর ফাঁকা রেখে ঘুরে বেড়ানোর সময় অনেকের মনেই ঘরের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা দেখা দেয়। বিশেষ করে বৈদ্যুতিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে বাড়তি ভাবনা থাকে। বিশেষজ্ঞদের মতে, ঘর থেকে বের হওয়ার আগে কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করলে বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কা কমিয়ে আনা সম্ভব।

বৈদ্যুতিক যন্ত্র থেকে দুর্ঘটনা ঘটার কারণ

বৈদ্যুতিক যন্ত্র বন্ধ থাকলেও তা প্লাগ-ইন অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত করে। এর ফলে তারের ক্ষতিগ্রস্ত অংশে ইলেকট্রিক্যাল ডিসচার্জ তৈরি হতে পারে। এটি খুব অল্প সময়ে তাপ উৎপন্ন করে আশপাশের বস্তুতে আগুন ধরিয়ে দিতে পারে। ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (এনএফপিএ) তথ্য অনুসারে, বৈদ্যুতিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের প্রায় ৬৩ শতাংশই ঘটে এ কারণে।

ছুটিতে যাওয়ার আগে কোন যন্ত্রগুলো আনপ্লাগ করবেন

বিশেষজ্ঞরা বলছেন, ছুটিতে যাওয়ার আগে কিছু নির্দিষ্ট বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখা উচিত। এ তালিকায় রয়েছে—ড্রায়ার, ওয়াশিং মেশিন ও ডিশওয়াশার। অনেকেই মনে করেন, এগুলো স্থায়ীভাবে প্লাগ ইন থাকা উচিত। তবে বিশেষজ্ঞদের মতে, যন্ত্রগুলো আনপ্লাগ করা জরুরি। ড্রায়ার, ওয়াশিং মেশিন ও ডিশওয়াশারের মাধ্যমে প্রতিবছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। রান্নাঘরের ছোট বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টোস্টার, কফি মেকার, এয়ার ফ্রায়ার ও ইলেকট্রিক কেটলির মতো যন্ত্রপাতির কারণেও অগ্নিকাণ্ড ঘটতে পারে। আর তাই এগুলো আনপ্লাগ কো উচিত। কম্পিউটার, টেলিভিশন, গেমিং কনসোল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনপ্লাগ করতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জারের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। দীর্ঘ সময় চার্জে থাকলে এই ব্যাটারিগুলো অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়ে আশপাশে আগুন ধরে যেতে পারে।

অতিরিক্ত সুবিধা

বৈদ্যুতিক যন্ত্রপাতি আনপ্লাগ করলে শুধু অগ্নিকাণ্ডের ঝুঁকি কমে না, বিদ্যুৎ সাশ্রয়ও হয়। বিশেষজ্ঞরা বলছেন, অনেক যন্ত্রপাতি স্ট্যান্ডবাই মোডে বিদ্যুৎ খরচ করে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিলও কম হবে।

বাড়তি নিরাপত্তার জন্য যা করতে হবে

১. আর্ক-ফল্ট কারেন্ট ইন্টারাপ্টার (এএফসিআই) ব্যবহার
নতুন বাড়িতে এএফসিআই স্ট্যান্ডার্ড সেফটি সুবিধা হিসেবে যুক্ত থাকলেও সাধারণত পুরোনো বাড়িতে এটি থাকে না। এটি আর্কিং শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
২. পানি সরবরাহ বন্ধ
ওয়াশিং মেশিনের পানির সংযোগ বন্ধ রাখলে হোস পাইপ ফেটে পানি ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো সম্ভব।
৩. ফায়ার অ্যালার্ম সিস্টেম
এ ধরনের সিস্টেম দ্রুত অগ্নিকাণ্ড শনাক্ত করে ফায়ার সার্ভিসকে সতর্ক করতে পারে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট