হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস দেখা যাবে ইনস্টাগ্রামেও দেখা যাবে
হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস দেখা যাবে ইনস্টাগ্রামেও দেখা যাবে

হোয়াটসঅ্যাপের বার্তা, ছবি ও ভিডিও গুগল ড্রাইভে সংরক্ষণ করবেন যেভাবে

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নিয়মিত বার্তা, ছবি, ভিডিও ও নথি আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু স্মার্টফোন চুরি হলে বা পরিবর্তন করলে এসব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা সব তথ্য গুগল ড্রাইভে সংরক্ষণ করা যায়। হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক।

গুগল ড্রাইভে সংরক্ষণের জন্য প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করে ওপরের ডান কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সেটিংস নির্বাচনের পর চ্যাটস বিভাগে প্রবেশ করে চ্যাট ব্যাকআপ অপশনে ট্যাপ করতে হবে। এবার ভিডিও ব্যাকআপ হিসেবে রাখতে চাইলে ইনক্লুড ভিডিওর পাশে থাকা টগল চালু করতে হবে। এবার গুগল অ্যাকাউন্ট অপশনে গিয়ে ডেটা সংরক্ষণের জন্য পছন্দের গুগল অ্যাকাউন্টটি নির্বাচন করতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট যুক্ত না থাকে তবে নতুন করে অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্ট অথেনটিকেশন যাচাই করার পর ব্যাকআপ বাটনে প্রেস করতে হবে।