ইউটিউব
ইউটিউব

ইউটিউবে ভিডিও দেখা থেকে বিরতি নেওয়ার সময় নির্ধারণ করবেন যেভাবে

গান, নাটক, কবিতা, শিক্ষামূলক আধেয়সহ নানা ধরনের ভিডিও দেখা যায় ইউটিউবে। অসংখ্য আধেয় দেখার সুযোগ থাকায় অনেকেই প্রতিদিন দীর্ঘ সময় একটানা ইউটিউব ব্যবহার করেন। ফলে সময় অপচয় হওয়ার পাশাপাশি চোখেরও ক্ষতি হয়। তবে ইউটিউবে চাইলেই নির্দিষ্ট সময় পর ভিডিও দেখা থেকে বিরতি নেওয়ার বার্তা পাওয়া সম্ভব। এর ফলে নির্ধারিত সময় পার হলেই ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠিয়ে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেবে ইউটিউব।

ইউটিউবে ভিডিও দেখা থেকে বিরতি নেওয়ার সময় নির্ধারণের জন্য প্রথমেই ইউটিউব অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার ওপরের ডানদিকে থাকা সেটিংস আইকনে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ‘জেনারেল’ নির্বাচন করতে হবে। এরপর ‘রিমাইন্ড মি টু টেক আ ব্রেক’ অপশনে ট্যাপ করে প্রতিদিন কতক্ষণ ইউটিউব ব্যবহার করতে চান তা নির্ধারণ করে ‘ওকে’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর ইউটিউবে অতিরিক্ত সময় ভিডিও দেখলেই পপআপ বার্তার মাধ্যমে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেবে ইউটিউব।