ফোনে ইনস্টল করা নির্দিষ্ট অ্যাপ সহজেই হোম স্ক্রিনে ফিরিয়ে আনা যায়
ফোনে ইনস্টল করা নির্দিষ্ট অ্যাপ সহজেই হোম স্ক্রিনে ফিরিয়ে আনা যায়

স্মার্টফোনের হোম স্ক্রিনে ইনস্টল করা অ্যাপ খুঁজে না পেলে যা করতে হবে

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন অনেকেই। তবে কখনো কখনো ইনস্টল করা অ্যাপ ফোনের হোম স্ক্রিনে খুঁজে পাওয়া যায় না। ফলে জরুরি কাজের প্রয়োজনে এসব অ্যাপ খুঁজে বের করে ব্যবহার করতে বেশ সমস্যা হয়। সাধারণত ইনস্টল করা অ্যাপ হাইড করে রাখলে হোম পেজে বা হোম স্ক্রিনে খুঁজে পাওয়া যায় না। তবে চাইলে ফোনের সেটিংস অপশন থেকে ইনস্টল করা অ্যাপগুলো সহজেই হোম স্ক্রিনে ফিরিয়ে আনা যায়। ফোনে ইনস্টল করা অ্যাপ পুনরায় হোম স্ক্রিনে ফেরত আনার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফোনে ইনস্টল করা অ্যাপ হোম স্ত্রিনে খুঁজে না পেলে প্রথমে স্মার্টফোনে প্রবেশ করে সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে হোম স্ক্রিনে ট্যাপ করতে হবে। এবার পরের পৃষ্ঠায় প্রদর্শিত অপশন থেকে ‘হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন’ অপশন নির্বাচন করলেই ফোনে ইনস্টল করা সব অ্যাপের তালিকা দেখা যাবে। যেসব ইনস্টল করা অ্যাপ হাইড করা রয়েছে, সেসব অ্যাপের তালিকা হিডেন অ্যাপসের নিচে দেখা যাবে। ইনস্টল করা অ্যাপ ফিরিয়ে আনতে হিডেন অ্যাপসের নিচে সেই অ্যাপ আইকনের ওপরের বাঁ দিকে থাকা ‘মাইনাস’ আইকনে ট্যাপ করলেই অ্যাপটি পুনরায় হোম স্ক্রিনে দেখা যাবে।