অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ফেসবুক অ্যাপ থেকে ইন্টারনেটের গতি জানা যায়
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ফেসবুক অ্যাপ থেকে ইন্টারনেটের গতি জানা যায়

টিপস

ফেসবুকে ইন্টারনেটের গতি পরীক্ষা করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফেসবুক অ্যাপের মাধ্যমে সহজেই ইন্টারনেটের গতি পরীক্ষা করা যায়। এ সুবিধা কাজে লাগিয়ে চাইলে মোবাইল ডেটা এবং ওয়াই–ফাই ইন্টারনেটের গতি জানা সম্ভব। এ জন্য অবশ্যই ফেসবুকের হালনাগাদ সংস্করণের অ্যাপ ব্যবহার করতে হবে। ফেসবুক অ্যাপের মাধ্যমে ইন্টারনেটের গতি পরীক্ষার পদ্ধতি দেখে নেওয়া যাক—

ইন্টারনেটের গতি পরীক্ষার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে নিচে থাকা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এবার ওয়াই–ফাই অ্যান্ড মোবাইল পারফরম্যান্স অপশন নির্বাচন করে পরবর্তী পৃষ্ঠায় থাকা ‘চেক ইউর কারেন্ট স্পিড’ ট্যাপ করলেই পর্দায় ব্যবহার করা ইন্টারনেটের গতি দেখা যাবে। ওপরে থাকা মোবাইল ট্যাব অপশনে ক্লিক করে ডেটা খরচের বিস্তারিত তথ্য জানা যাবে।